ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিএফএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৯, ১৯ জানুয়ারি ২০২১

বিজিবি-বিএফএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

অনলাই ডেস্ক ॥ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মঈন জানান, ভারতের ঊনকোটি জেলার কৈলাসহরের জেলা লাইব্রেরি প্রাঙ্গনে সোমবার সকাল থেকে বিকাল ৫টা পরর্যন্ত এ বৈঠক হয়। দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার কো-অডিনেশন বৈঠকে বিএসএফের পানিসাগরের সেক্টর হেড কোয়াটারের ডিআইজি রাজিব কুমার দোহা, বিএসএফ ২০ ব্যাটালিয়ানের কমানডেন্ট সঙ্কট প্রসাদ এবং বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল ব্যাটালিয়ান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সকাল ৯টায় বিজিবির কর্মকর্তারা বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতের কৈলাসহরের বর্ডারে পৌঁছান। এ সময় বিএসএফ পানি সাগর সেক্টররের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দুই দেশের মধ্যে বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। আনুসাঙ্গিক অনান্য কর্মকাণ্ড সম্পাদন করে সন্ধা ৭টায় বিজিবির কর্মকর্তারা চাতলাপুর চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। বৈঠক শেষে ভারতের বিএসএফ এর পানিসাগর হেড কোয়াটারের ডিআইজি রাজীব দোহা বলেন, “সীমান্তের নানা বিষয় নিয়ে প্রতি তিনমাস পর পর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এ বছর বৈঠকটি বিলম্বিত হল। তবে এ বৈঠকে দুই দেশের সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানোর পাশাপাশি সীমান্তের ছোটখাটো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” বৈঠকে অংশগ্রহণকারী শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মঈন বলেন, “বৈঠকে বিজিবির পক্ষ থেকে অবৈধবাবে সীমান্ত পারাপার ও শুন্যরেখা অতিক্রম এবং মাদকদ্রব্য প্রবেশের ব্যপারে নজরদারি বাড়াতে বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়।” এ ছাড়াও বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
×