ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন

চীনের মধ্যস্থতায় ঢাকায় আজ ত্রিপক্ষীয় বৈঠক

প্রকাশিত: ২২:৫০, ১৯ জানুয়ারি ২০২১

চীনের মধ্যস্থতায় ঢাকায় আজ ত্রিপক্ষীয় বৈঠক

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ চীনের মধ্যস্থতায় আজ ঢাকায় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত ৯ জানুয়ারি সচিব পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা থাকলেও মিয়ানমারের কারণে দিনক্ষণ পিছিয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠক সফল হওয়ার বিষয়ে আশাবাদী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় এবার চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় এই বৈঠকে উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র দফতর সূত্রে জানানো হচ্ছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন আজকের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অপরদিকে মিয়ানমার পক্ষে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব আই চান। এই বৈঠকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লুও ঝাও হুই যোগ দিচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে রাখাইন রাজ্যে গ্রামভিত্তিক এসব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষে প্রস্তাব দেয়া হতে পারে। বাংলাদেশ মনে করছেন রাখাইনে পুরো এলাকায় রোহিঙ্গাদের প্রেরণ না করে পর্যায়ক্রমে গ্রামভিত্তিক রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে সেটা প্রকৃত অর্থে সুফল বয়ে আনবে। রোহিঙ্গা ইস্যুতে ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার এমনিতেই কোন কিছুর উত্তর দিতে চায় না। বারবার বলে থাকে পরে জানাবে। এরপর করোনা পরিস্থিতি শুরু হওয়ায় এবং সেদেশে নির্বাচনের অজুহাত তুলে বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ইতোমধ্যে মিয়ানমারের সাড়ে ৮ লাখ রোহিঙ্গা এক তালিকা পাঠানো হয়েছে। যাদের সকলেরই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা আছে। মিয়ানমার সরকার এদের মধ্যে এ পর্যন্ত ৪২ হাজার রোহিঙ্গাকে ভেরিফাই করেছে। এর মধ্যে প্রায় ২৮ হাজার রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিবাসী ছিল বলে স্বীকার করেছে। অবশিষ্ট ১৪ হাজার রোহিঙ্গা কোন তথ্য তাদের তথ্য ভাণ্ডার নেই বলে জানিয়েছেন মিয়ানমার। তিনি আরও জানিয়েছেন, ২০১৭ সালের ২৫ আগস্টের আগে যারা বাংলাদেশে এসেছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা কাজ চলছে। বর্তমানে বাংলাদেশে সাড়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার অবস্থান রয়েছে বলে বেসরকারী পরিসংখ্যান আছে। কিন্তু সরকারীভাবে এ সংখ্যা ১১ লাখের কিছু বেশি।
×