ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরা ফাইন্যান্সকে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২০:১৯, ১৮ জানুয়ারি ২০২১

উত্তরা ফাইন্যান্সকে ৫ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিকখাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির গ্রাহকের ঋণের তথ্য ভুল দেওয়ায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, তিনজন গ্রাহকের ঋণের সঠিক তথ্য বাংলাদেশ ব্যাংককে জানায়নি উত্তরা ফাইন্যান্স। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জরিমানা মওকুফের দাবি করা হয়েছে। কিন্তু জরিমানা মওকুফের কোনো সিদ্ধান্ত হয়নি। কোম্পানির তথ্য মতে, ১৯৭৭ সালে তালিকাভুক্ত হওয়া উত্তরা ফাইন্যান্স তিন গ্রাহকের ঋণের বিষয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) ভুল তথ্য দিয়েছে। উত্তরা ফাইন্যান্সের গ্রাহক এমআরআই ট্রেডার্স, সাদ মুসা ফেব্রিকস ও প্রীতি সোয়েটার্সের ঋণ সম্পর্কিত যে তথ্য দিয়েছে তার সঙ্গে প্রকৃত তথ্যের গরমিল পায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মনে করে, ভুল তথ্যের কারণে তিন গ্রাহককে ঋণ দিয়ে ঝুঁকির মুখে পড়ে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ কারণে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভুল স্বীকার করেছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন। তবে ভুলটি ইচ্ছাকৃত নয়। সফটওয়্যারের ত্রুটির কারণে হয়েছে বলে দাবি করেন তিনি। উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৪৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে উত্তরা ফাইন্যান্সের। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ৩৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানি সর্বশেষ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালেও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সোমবার শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ৪৩ দশমিক ৬০ পয়সা দরে। এদিকে কোম্পানির ২০১৯ সালের আর্থিক বিবরণীতে প্রায় ৫ হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছে ব্যাংলাদেশ ব্যাংকের নিরীক্ষক দল। এর মধ্যে কোম্পানিটি ব্যক্তিগত ব্যয় করেছে ৩ হাজার ৪৪০ কোটি টাকা।
×