ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ এ বছর হবে কি?

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২১

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ এ বছর হবে কি?

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ^কাপ বলা হয় সাফ চ্যাম্পিয়নশিপ আসরকে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত আসরটি অনিয়মিতভাবে মাত্র ১২ বার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ স্বাগতিক হয়েছিল তিনবার (২০০৩, ০৯ ও ১৮ সালে)। চলতি বছরের সেপ্টেম্বরে চতুর্থবারের মতো স্বাগতিক হিসেবে আসরটি আয়োজন করার কথা ছিল বাংলাদেশের (গত বছরই হতো, কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়)। কিন্তু টানা সূচির কারণে এ বছরও আসরটি আয়োজিত হবার সম্ভাবনা খুবই কম। যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রক সংস্থা। শিগগিরই সাফের দেশগুলোর সঙ্গে এটা নিয়ে বসার কথা। আসলে সবকিছু ঠিকই ছিল। ভারত ছাড়া সাফের বাকি দেশগুলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ টুর্নামেন্ট খেলায় সায় দিয়েছিল। কিন্তু ঝামেলা বাঁধে ইসলামিক সলিডারিটি গেমসের তারিখ চূড়ান্ত হওয়ায়। গত শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিশেন (বিওএ) জানায় ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত হবে সলিডারিটি গেমস। সেখানে বাংলাদেশ যে ১৩টি ডিসিপ্লিনে অংশ নিবে তার মধ্যে রয়েছে ফুটবলও। একই সঙ্গে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোও রয়েছে। তখন সব দেশের জাতীয় দলও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যস্ততায় থাকতে পারে। কয়েকটি প্রতিযোগিতা একই মাসে হতে যাওয়ায় বিপাকে পড়েছে আয়োজকরা। যেহেতু ইসলামিক সলিডারিটি গেমসে অনেক দেশই অংশ নেবে, সেহেতু বাংলাদেশের করার কিছু নেই। এটা নিয়ে এখন ভাবছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, একই মাসে কয়েকটি প্রতিযোগিতার সূচি হওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। আমরাও এটা নিয়ে ভাবছি। এখনো পর্যন্ত আমরা সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ধরেই এগুচ্ছি। তবে সবকিছু নির্ভর করছে অন্য দেশগুলোর চাওয়ার ওপর। আমরা সাফের দেশগুলোর সঙ্গে শিগগিরই এই ইস্যুটি নিয়ে আলোচনা করব। ইসলামিক সলিডারিটি গেমসে ফুটবলে দল পাঠানোর জন্য বাফুফের একাডেমি খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর পরিকল্পনা করছে বাফুফে।
×