ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেটারদের বিশেষ জার্সি

প্রকাশিত: ০০:৩০, ১৮ জানুয়ারি ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রিকেটারদের বিশেষ জার্সি

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দিন পরই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শুরু। গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল। তাই সিরিজের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১। এ বছর পালিত হবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তাই ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজটি বিশেষ জার্সিতে খেলবে বাংলাদেশ দল। বিষয়টি রবিবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটাররা বিশেষ জার্সি পাচ্ছেন। জাতীয় পতাকার মতো করে তৈরি হয়েছে এই জার্সিটি। জার্সিতে মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার উল্লাস প্রকাশ ও জাতীয় স্মৃতিসৌধ রাখা হয়েছে। শুধু সবুজ ও লাল রংয়ে করা জার্সিতে আর কোন রংয়ের ব্যবহার হয়নি। আকরাম বলেন, ‘পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভাল লাগবে।’ আরও কিছু ছোটখাটো পরিকল্পনা আছে বিসিবির। আকরাম বলেন, ‘আমরা কিছু জিনিস করছি। কিন্তু যে সমস্যাটা হচ্ছে কোভিডের জন্য আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু আমরা পারছি না। তারপরও আমরা চেষ্টা করছি আরও কিছু করার।
×