ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ

কোনক্রমে জয় পেল লিচেস্টার, চেলসি

প্রকাশিত: ০০:২৯, ১৮ জানুয়ারি ২০২১

কোনক্রমে জয় পেল লিচেস্টার, চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে টেনেটুনে জয় পেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি ও চেলসি। শনিবার রাতে মেসন মাউন্টের লক্ষ্যভেদে দশজনের ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। আর ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে আরেক ম্যাচে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে লিচেস্টার। ঘাম ঝরানো জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিচেস্টার। ১৮ ম্যাচে তাদের ভাণ্ডারে জমা ৩৫ পয়েন্ট। অবশ্য গত রাতে হওয়া ম্যাচে লিভারপুল জয় পেলে আবারও নীচে নেমে আসবে লিচেস্টার। ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে চেলসি। আরেক ম্যাচে টেবিলের তলানির দিকে থাকা দুই দলের লড়াইয়ে ওয়েস্টব্রুমউইচ এ্যালবিওন ৩-২ গোলে হারিয়েছে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। সøাভেন বিলিচের স্থলাভিষিক্ত হওয়ার পর পাঁচ ম্যাচে জয়বিহীন থাকা নতুন কোচ স্যাম অলড্রিচের অধীনে এটি প্রথম জয় ওয়েস্টব্রুমের। এই জয়ের পরও তলানির থেকে দ্বিতীয় স্থানেই আছে তারা। অর্থাৎ ১৮ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট ভাণ্ডারে জমা ওয়েস্টব্রুমের। ২২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ওলভারহ্যাম্পটন। লিডসকে ১-০ গোলে হারিয়ে ব্রাইটন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। নয় ম্যাচে জয়বিহীন থাকার পর লীগে এটাই ব্রাইটনের প্রথম জয়। ১৭ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৬ নম্বরে। ২৩ পয়েন্ট নিয়ে লিডস আছে ১২ নম্বরে। লন্ডন স্টেডিয়ামে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে নয় নম্বরে উঠে এসেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। তাদের পয়েন্ট ২৯। ব্রেন্ডন রজার্সের অধীনে দারুণ একটি মৌসুম অতিবাহিত করছে লিচেস্টার। চেলসির মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়ানো জয় পেয়েছে তারা। সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যাচের ৩৭ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে এগিয়ে যায় লিচেস্টার। গোলের পর প্রিমিয়ার লীগের নতুন গাইডলাইন অনুযায়ী সতীর্থদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপন করেন এই মিডফিল্ডার। এক গোল করলেও স্বস্তিতে ছিল না স্বাগতিকরা। অতিথি সাউদাম্পটন মাঝে মধ্যেই দারুণ আক্রমণ শাণাতে থাকে। বিরতির পর সেইন্টসদের হয়ে শট পোস্টে লাগান স্টুয়ার্ট আর্মস্ট্রং। এছাড়া কোভিড-১৯ পজিটিভ হওয়া সফরকারীরা দলের সর্বোচ্চ গোলদাতা ড্যানি ইনগিস ম্যাচটি খেলতে পারেননি। যে কারণে মূলত ভাগ্যের জোরেই জয় পেয়েছে লিচেস্টার। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে (৯০+৫) হার্ভি বার্নস কাউন্টার এ্যাটাক থেকে লিচেস্টারের হয়ে দ্বিতীয় গোল করেন। আগের ছয় ম্যাচে মাত্র এক জয় ও চারটিতে হেরে চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বেশ চাপে ছিলেন। লন্ডনের ক্রাভেন কটেজে জয় পেলেও এ ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি ব্লুজরা। ম্যাচের শেষেরদিকে কোনরকমে এক গোল আদায় করে জয় পেয়েছে ল্যাম্পার্ডের দল। তবে কষ্টার্জিত জয়ে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে চেলসি। ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। যদি ফুলহ্যামের একজন লালকার্ড না দেখতেন। বিরতির ঠিক আগে সিজার আজপিলিকুয়েটাকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফুলহ্যাম ডিফেন্ডার এ্যান্টোনি রবিনসন। যে কারণে পুরো দ্বিতীয়ার্ধই একজন কম নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। এরপরও এ সুবিধাকে কাজে লাগাতে পারেনি স্বাগতিক চেলসি। ড্র হতে যাওয়া ম্যাচের ৭৮ মিনিটে ২০ গজ দূর থেকে ইংলিশ মিডফিল্ডার মাউন্ট গোল করে ব্লুজদের স্বস্তির জয় উপহার দেন। ম্যাচশেষে চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেন, এমন জয় পাওয়া সবসময়ই আনন্দের। সাম্প্রতিক সময় আমাদের জন্য লীগটা ভাল যাচ্ছে না। যে কারণে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। খেলোয়াড়দের যোগ্যতার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমরা জানতাম একসময় ঠিকই গোল আদায় করে নিতে পারব। কারণ ম্যাচে চাপটা সবসময়ই ছিল। শুধু ধৈর্য সহকারে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত আমরা সেটা পেরেছি।
×