ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের পারফর্মেন্স দেখে কেন্দ্রীয় চুক্তি

প্রকাশিত: ০০:২৮, ১৮ জানুয়ারি ২০২১

ক্রিকেটারদের পারফর্মেন্স দেখে কেন্দ্রীয় চুক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর মার্চের মধ্যেই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুসারে এই চুক্তি নবায়নের সময় এসে গেছে। অবশ্য এখন পর্যন্ত কোন ক্রিকেটাররা চুক্তিতে থাকবেন তা নিয়ে ভাবেইনি বিসিবি। কারণ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে গত বছর ঘরোয়া এবং আন্তর্জাতিক দুই পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতাই হয়েছে স্বল্প। তাই চলমান চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের মধ্যে সংযোজন ও বিয়োজন করার জন্য প্রয়োজনীয় মাপকাঠি পাওয়া সম্ভব হয়নি। তাই নতুন চুক্তির আগে বিসিবি ক্রিকেটারদের কয়েকটি সিরিজ পরখ করতে চায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের পর অন্তত আরেকটি সিরিজ দেখেই সিদ্ধান্ত হবে কেন্দ্রীয় চুক্তির। বিষয়টি রবিবার জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। গত বছর মার্চে সর্বশেষ সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এ কারণে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের পারফর্মেন্স মূল্যায়ন ভালভাবে করা সম্ভব হয়নি। এবার ক্যারিবীয়দের বিরুদ্ধে ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজে ক্রিকেটারদের পারফর্মেন্সে নজরদারি করবে বিসিবি। মার্চে নিউজিল্যান্ড সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দল। এ দুই সিরিজের পরই নতুন করে কেন্দ্রীয় চুক্তি হতে পারে। এ বিষয়ে আকরাম বলেন, ‘প্রতি বছর কিন্তু আমরা পারফর্মেন্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এ বছর যেহেতু আমরা ওই ধরনের পারফর্মেন্স দেখতে পাচ্ছি না বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপর হয়তো আমরা সিদ্ধান্ত নেব। বোর্ডের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।’ করোনা মহামারীর কারণে বেশকিছু আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়েছে গত বছর। এবার সেই সিরিজগুলো ছাড়াও আইসিসির নতুন ভবিষ্যত সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে যে সিরিজগুলো আছে সবই খেলতে চায় বিসিবি। এর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও ব্যস্ততা রয়েছে। সবমিলিয়ে ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পাবেন না দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ এ বছরে। আর এতে করে পারফর্মেন্স মূল্যায়ন করে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা সহজ হবে বিসিবির জন্য। এ বিষয়ে আকরাম বলেন, ‘এ বছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্লেয়াররা খুবই ব্যস্ত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই আমাদের নিউজিল্যান্ড যেতে হবে, এরপর শ্রীলঙ্কা। অতএব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে খেলাগুলো আমরা খেলতে পারিনি সেগুলো পুনরায় খেলার চেষ্টা করব।’ দু’দিন পরই ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। দীর্ঘ সাড়ে ১০ মাস পর ক্রিকেটে ফেরার পর চ্যালেঞ্জটা কঠিন হবে ক্রিকেটারদের জন্য ভাল পারফর্মেন্স করার। দুই সিরিজ দেখে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করলে তা আগামী এপ্রিলের আগে হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আকরামের কথাতেই তা স্পষ্ট। তিনি বললেন, ‘সময়টা গুরুত্বপূর্ণ। সেটা আমাদের জন্য এবং যাদের সঙ্গে খেলব তাদের জন্যও।’
×