ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে সুযোগ পেয়ে শরিফুলের স্বপ্ন পূরণ

প্রকাশিত: ০০:২৭, ১৮ জানুয়ারি ২০২১

জাতীয় দলে সুযোগ পেয়ে শরিফুলের স্বপ্ন পূরণ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তিন তরুণ ক্রিকেটার। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের সঙ্গে পেসার হাসান মাহমুদ এবং অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চূড়ান্ত ওয়ানডে দলে আছেন। তিন তরুণেরই স্বপ্ন পূরণ হয়েছে। তবে শরিফুল প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তাই তার দিকেই সবার বিশেষ নজর থাকছে। তিন তরুণের মধ্যে জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার সুযোগ এরআগে মেহেদী হাসান ও হাসান মাহমুদের হয়েছে। দুইজনের আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। তবে শরিফুল এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামার সুযোগও ধরা দেয়ার সম্ভাবনা উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি বুধবার। এরপর ২২ জানুয়ারি দ্বিতীয় ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডেতেই শরিফুলের অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওয়ানডের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলার পর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ভিশনেই এগিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচকরা। লক্ষ্য ২০২৩ সালের বিশ্বকাপের জন্য যেন একটি দুর্দান্ত দল গড়া যায়। শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়েই। মাশরাফির পরিবর্তে একজন যোগ্য পেসার পাওয়ার ভাবনাও করছেন নির্বাচকরা। শরিফুল সেই ভাবনায় ভালভাবেই আছেন। শরিফুলও সাকিব-তামিমদের সঙ্গে খেলার স্বপ্ন দেখছেন। এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘জাতীয় দলের পরিবেশটা অনেক ভাল লাগছে। যখন অনুর্ধ-১৯ দলে খেলতাম বা যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন থেকেই ভাবতাম যে সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, মাহমুদুল্লাহ ভাই, মুস্তাফিজ ভাই ওনাদের সঙ্গে যদি থাকতে পারি খেলতে পারি। এটাই স্বপ্ন ছিল। সেটা পূরণ হইছে তো চেষ্টা করব যে পারফর্ম করে তাদের সঙ্গে থাকার জন্য।’ সঙ্গে আরও যোগ করেন, ‘অনেক খুশি লাগছিল যে আমি প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে আছি। ভাল কিছু করার চেষ্টা করব। অনুর্ধ-১৯ বিশ্বকাপের পরে বিসিবি প্রেসিডেন্টস কাপে তারপর বঙ্গবন্ধু টি২০ কাপে মোটামুটি ভাল খেলেছি। যদি মূল দলের সেরা একাদশে জায়গা পাই তো সেরা পারফর্মেন্সটা দেয়ার চেষ্টা করব। জায়গাটা ধরে রাখার চেষ্টা করব।’ মেহেদী হাসান ৪টি ও হাসান মাহমুদ একটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেললেও ওয়ানডে খেলা এখনও হয়নি তাদের। মেহেদী হাসান ও হাসান মাহমুদ ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে নির্বাচকদের নজর কাড়েন। আর শরিফুল তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের উদ্দেশে হওয়া প্রস্তুতি ম্যাচে দারুণ করার সঙ্গে যেখানেই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরছেন। প্রথমবারের মতো তাই জাতীয় দলে সুযোগ পেয়ে গেছেন। এখন অভিষেক হয়ে গেলে নৈপুণ্য দেখানোর অপেক্ষা।
×