ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে দুই শ্রমিক নিহত

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে দুই শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মধুমতি নদীতে ট্রলারডুবিতে দুই শ্রমিক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তালা এলাকায় মধুমতি নদীতে এ ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৯টা থেকে একদল ডুবুরী উদ্ধারকাজ শুরু করে দুপুর আড়াইটার দিকে ট্রলারের মধ্য থেকে ওই দু’জনের লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক দু’জন হল, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গণির ছেলে রিপন চৌকিদার (২২) ও শাহজাহান পাটোয়ারীর ছেলে বিল্লাল হোসেন (২৮)। সৌভাগ্যক্রমে বেঁচে যান একই গ্রামের আবু মৃধার ছেলে রুহুল আমীন (৪৫)। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বালুভর্তি ওই ট্রলারটি ঘটনাস্থলে নোঙ্গরকৃত অবস্থায় ছিল। গভীর রাতে কোনওভাবে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে ঘুমন্ত ওই তিন শ্রমিকের মধ্যে রুহুল আমীন উপরে উঠে এলেও বাকী দু’জন ট্রলারের সঙ্গেই ডুবে যায়। পরে সকালে ফায়ার-সার্ভিসের ডুবুরী দল উদ্ধার কাজে নামে।
×