ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেনীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ জানুয়ারি ২০২১

ফেনীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো: সফি উল্যাহ হত্যা মামলায় সোহেল হাওলাদার নামের এক আসামির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। আজ রবিবার জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। আসামিরা ফেনী কারাগারে রয়েছে। গত বুধবার একই আদালতে যুক্তিতর্ক শুনানি শেষ হয় এবং রবিবার রায় ঘোষণার দিন ধায্য করা হয়। সফিউল্যাহ হত্যা মামলার অভিযুক্ত আসামি সোহেল, রাব্বি, রনি ও সাকিব। রাব্বি, রনি ও সাকিব শিশু আদালতে অভিযুক্ত রয়েছে। হত্যার থাকার কথা স্বীকার করে রাব্বি, রনি ও সাকিব অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলো। ২০১৯ সালের ২৯ মে বৃহস্পতিবার রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হাসান আলী ভূঁঞা বাড়ির পাশে হক ম্যানশন থেকে সফিউল্যাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদি হয়ে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। চলতি বছরের ২৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান চৌধুরী আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রের ভিত্তিতে জেলা ও দায়রা জজ আদালতে এক আসামি সোহেল ও শিশু আদালতে অপর তিন আসামিকে অভিযুক্ত করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা। গত ১৩ অক্টোবর মামলার বাদি আবদুল মোতালেবের প্রথম সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
×