ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত পোচেত্তিনো

প্রকাশিত: ২৩:৩১, ১৭ জানুয়ারি ২০২১

করোনায় আক্রান্ত পোচেত্তিনো

স্পোর্টস রিপোর্টার ॥ এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ মাউরিসিও পোচেত্তিনো। বর্তমানে আইসোলেশনে রয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শনিবার অনুষ্ঠিত ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে এ্যাঞ্জার্সের বিপক্ষে ডাগআউটেও তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্যারিস জায়ান্টরা জানিয়েছে, এ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে মাউরিসিও পোচেত্তিনোর বদলে তারই সহকারী কোচ জেসুস পেরেজ এবং মিগুয়েল ডিএগোস্তিনো দায়িত্ব পালন করবে। চলতি মাসেই থমাস টাচেলকে বরখাস্ত করে প্যারিস সেইন্ট জার্মেইন। তার বদলে কোচ হিসেবে মাউরিসিও পোচেত্তিনোকে নিয়োগ দেয় ক্লাবটি। গত বুধবার পিএসজির হয়ে প্রথম শিরোপা জয়েরও স্বাদ পান তিনি। সেই ম্যাচে রেফারির বাঁশি বাজানোর পর দলের খেলোয়াড়রা দলবেঁধে কোলাকুলি করেন পোচেত্তিনোর সঙ্গে। শুধু তাই নয়, পেনাল্টিতে গোল করে নেইমার যখন বুকমেলাতে আসেন তখন পোচেত্তিনোর মুখে মাস্কও ছিল না।
×