ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার পর ঘরোয়া আসর

প্রকাশিত: ২৩:৩১, ১৭ জানুয়ারি ২০২১

ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার পর ঘরোয়া আসর

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর মার্চে যথারীতি মাঠে গড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ঢেউ লাগার কারণে এক রাউন্ড পরেই তা স্থগিত হয়ে যায়। এরপর আর কোন ধরনের ক্রিকেট কর্মকাণ্ডই চালানো সম্ভব হয়নি। প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন অক্টোবরে। বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজে ৩ দলে মাত্র ৫৫ ক্রিকেটার সেই সুযোগটা পেয়েছেন। ওই সময় জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) হওয়ার কথা থাকলেও হয়নি। এছাড়া নবেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরও হয়নি। পরিবর্তে ৫ দল নিয়ে বঙ্গবন্ধু টি২০ কাপ অনুষ্ঠিত হয়। অর্থাৎ এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত মৌসুমের অনেক ক্রিকেট আয়োজন বাকি। এদিকে নতুন মৌসুমও এগিয়ে আসছে। ইতোমধ্যেই করোনা ভ্যাকসিন আসার তোড়জোড় শুরু হয়েছে। বিসিবি চাইছে জাতীয় শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করে এরপর সব ঘরোয়া আসর শুরু করতে। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, ভ্যাকসিন প্রয়োগ সফলভাবে হয়ে গেলে ফেব্রুয়ারি থেকেই স্থগিত ঘরোয়া আসর শুরু করা হবে। ৪ মাস ক্রিকেটাররা করোনার কারণে ঘরবন্দী ছিলেন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনের মধ্যে দিয়ে মাঠে ফিরতে শুরু করলেও দলগত অনুশীলন করতে পেরেছেন সেপ্টেম্বরে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হয়নি। অক্টোবরে প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ ও নবেম্বর-ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু টি২০ কাপ হয়েছে। তবে সীমিত দল ও ক্রিকেটারকে নিয়ে এ দু’টি আসর হওয়ায় অনেক ক্রিকেটারই সুযোগটা পাননি মাঠে ফেরার। এনসিএল কিংবা ডিপিএল আয়োজন হলেই শুধু বিপুল পরিমাণের জাতীয় শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা আবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবেন।
×