ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সব ক্রিকেট আসর বঙ্গবন্ধুর নামে

প্রকাশিত: ২৩:৩১, ১৭ জানুয়ারি ২০২১

সব ক্রিকেট আসর বঙ্গবন্ধুর নামে

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পূর্ণ হয়েছে। তবে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশের মানুষ জাঁকালো উৎসবে তা পালন করতে পারেনি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০১৯ সালের শেষ থেকেই জাতির পিতার নামে টুর্নামেন্ট আয়োজন করছে। সেবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের নামকরণ করা হয় বঙ্গবন্ধু বিপিএল। গত বছরের শেষে বঙ্গবন্ধু টি২০ কাপ আয়োজন করে। এ বছর স্বাধীনতার ৫০তম বছর পূর্ণ হবে। সবমিলিয়ে তাই এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বঙ্গবন্ধুর নাম। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন পরবর্তী দুই বছর দেশের ক্রিকেটের সকল টুর্নামেন্টে এই মহান নেতার নাম জুড়ে দেয়া হবে। জালাল বলেন, ‘আমরা মুজিববর্ষের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের জাতির পিতাকে উৎসর্গ করে একটা বড় টুর্নামেন্ট করার কথা ছিল যেটা আমরা কোভিডের কারণে করতে পারিনি। আগামী বছর পর্যন্ত আমাদের যতগুলো ক্রিকেট ইভেন্ট হবে সবগুলোর নাম বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে।’ এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজের নামকরণও করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। এই সিরিজের পৃষ্ঠপোষতায় আছে লাভেলো আইস্ক্রিম এবং ওয়ালটন বাংলাদেশ লিমিটেড। জালাল আরও বলেন, ‘স্বাধীনতা পূর্তি উপলক্ষে এই সময় আমরা চাচ্ছি যতগুলো খেলা আছে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি এমন চিন্তা আছে আমাদের।’
×