ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রুটের ডাবল সেঞ্চুরির পর শ্রীলঙ্কার লড়াই

প্রকাশিত: ২৩:৩০, ১৭ জানুয়ারি ২০২১

রুটের ডাবল সেঞ্চুরির পর শ্রীলঙ্কার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সেঞ্চুরিখরা কাটিয়েছিলেন আগেরদিনই, সেটিকে ডাবলে রুপ দিলেন জো রুট। প্রথম ইংলিশ ‘অধিনায়ক’ হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে গড়লেন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। একইসঙ্গে ৮ হাজারিদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সময়ের অন্যতম সেরা ডানহাতি এ ব্যাটসম্যান। রুটের অনবদ্য ২২৮ রানের সৌজন্যে গল টেস্টের প্রথম ইনিংসে ৪২১ রানের ‘চ্যালেঙ্কিং’ স্কোর গড়ে সফরকারীরা। আর প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট লঙ্কানরা এবার ভাল লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। ২ উইকেটে ১৫৬ রান নিয়ে শনিবার তৃতীয়দিন শেষ করা স্বাগতিকদের ইনিংস হার এড়াতে চাই আরও ১৩০ রান। লাহিরু থিরিমান্নে ৭৬ ও লাসিথ এম্বুলদেনিয়া ০ রান নিয়ে ক্রিজে আছেন। ৬২ রান করে ফিরেছেন কুশল পেরেরা। ৪ উইকেটে ৩২০ রান নিয়ে শুরু করা ইংল্যান্ড বাকি ৬ উইকেট হারিয়ে এদিন আরও ১০১ রান যোগ করে। ১৬৮ রানে অপরাজিত রুট প্রথম সেশনেই কাঙ্খিত ডাবল সেঞ্চুরির স্বাদ পান। ৩২১ বলে ১৮ চার ও ১ ছক্কায় ২২৮ রান করে দিলরুয়ান পেরেরার শিকারে পরিণত হন সফরকারী অধিনায়ক। ২০১৪ সালে লর্ডসে লঙ্কানদের বিপক্ষে অপরাজিত ২০০, ২০১৬ সালে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫৪, ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের পর এবার খেললেন ২২৮ রানের মনোমুগ্ধকর ইনিংস। সর্বোপরি শ্রীলঙ্কার মাটিতে ভিনদেশী ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো সপ্তম ব্যাটম্যান তিনি। যে তালিকায় শচীন টেন্ডুলকর, ব্রায়ান লারা, স্টিভেন ফ্লেমিংয়ের সঙ্গে আছে বাংলাদেশের মুশফিকুর রহিমের নামও। লঙ্কান দ্বীপে একমাত্র বিদেশী ট্রিপল সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। এই গলেই ২০১০ সালে উইন্ডিজ তারকা খেলেছিলেন ৩৩৩ রানের ইনিংস। এছাড়া স্টিভেন ফ্লেমিং ২৭৪, ব্রায়ান লারা ২২১, শচীন টেন্ডুলকর ২০৩, বীরেন্দর শেবাগ ২০১ এবং মুশফিকুর রহিম করেন ২০০ রান। ইংল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১২৪৭২ রান সাবেক ওপেনার এ্যালিস্টার কুকের। রুটের ওপরে ৮ হাজারি ক্লাবের পাঁচজন গ্রাহম গুচ, এ্যালেক স্টুয়ার্ট, ডেভিড গাওয়ার, কেভিন পিটারসেন ও জিওফ বয়কট। তবে ৮ হাজার রান করা ইংলিশ ব্যাটসম্যানের মধ্যে রুটের গড়ই সবচেয়ে বেশি। ৪৯.০৯। ৯৮ টেস্টে এটি তার ১৮তম সেঞ্চুরি। ৩৩ সেঞ্চুরিতে সবার ওপরে কুক। সেঞ্চুরি সংখ্যায় রুট আছেন পঞ্চম স্থানে। অধিনায়ক দারুণ ব্যাটিং করলেও গলে এদিন ইংলিশদের উড়তে দেয়নি লঙ্কান বোলাররা। জস বাটলার ৩০ ও স্টুয়ার্ট ব্রডের অপরাজিত ১১ ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দিলরুয়ান পেরেরা ৪, এম্বুলদেনিয়া ৩ ও আসিথা ফার্নান্দো নিয়েছেন ২ উইকেট।
×