ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিসবেন টেস্টে ব্যাকফুটে ভারত

প্রকাশিত: ২৩:২৯, ১৭ জানুয়ারি ২০২১

ব্রিসবেন টেস্টে ব্যাকফুটে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এমন দায়িত্বজ্ঞানহীন শট খেলার কী দরকার ছিল? লং অনে ফিল্ডার আছে, ডিপ স্কয়ার লেগেও। তুমি একজন সিনিয়র খেলোয়াড় এটা তোমাকে মাথায় রাখতে হবে।’ রোহিত শর্মা আউট হওয়ার পর ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে অলআউট করার পর দ্বিতীয় সেশনে দারুণ জবাব দিচ্ছিল ভারত। ভাল খেলতে খেলতেই স্পিনার নাথান লেয়নকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন ৪৪ রান করা রোহিত। তার এই আউটই সফরকারীদের ব্যাকফুটে ঠেলে দেয়। ২ উইকেটে ৬২ রানে শনিবার দ্বিতীয়দিন শেষ করে অজিঙ্কা রাহানের দল। বৃষ্টির কারণে শেষ সেশনে খেলা আর মাঠে গড়ায়নি। চেতেশ্বর পুজারা ৮ ও রাহানে ২ রান নিয়ে ক্রিজে আছেন। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৭ রান করে সাজঘরে ফেরেন শুবমন গিল। থিতু হয়ে গিয়েছিলেন রোহিত। খেলছিলেন চমৎকার সব শট। অন্যপ্রান্তে সাবধানী ব্যাটিংয়ে এগোচ্ছিলেন পুজারা। জমে গিয়েছিল তাদের জুটি। এমন সময় বাজে এক শটে উইকেট উপহার দিয়ে আসেন রোহিত। ৭৪ বলে ৬ চারে করেন ৪৪ রান। অস্ট্রেলিয়া সফরে ইনজুরিতে জর্জরিত ভারত এই টেস্টে ১১ জন নিয়ে মাঠে নামতেই হিমশিম খাচ্ছিল। অধিনায়ক ও বড় তারকা বিরাট কোহলির অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানে ও সহ-অধিনায়ক রোহিতের ওপর। সেখানে সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্রিজে থিতু হয়ে গিয়েও রোহিতের এমন দায়িত্বজ্ঞানহীন আউট মানতে পারছিলেন না গাভাস্কার। ৩০৭ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয়দিন অভিজ্ঞ পুজারা ও রাহানের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত। ৫ উইকেটে ২৭৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৯৫ রানে বাকি ৫ উইকেট হারায়। পেইন হাফ সেঞ্চুরি তুলে নিলেও বঞ্চিত হন গ্রিন। ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন পেইন-গ্রিন। নবম উইকেটে নাথান লেয়ন-মিচেল স্টার্ক আরও ৩৯ রান যোগ না করলে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাড়ে তিন শ’ পার হতো না। হাফ সেঞ্চুরি ছোঁয়ার পরপরই পেইনকে ফিরিয়ে ৯৮ রানের জুটি ভাঙ্গেন শার্দুল ঠাকুর। অস্ট্রেলিয়া অধিনায়ক ৬ চারে ১০৪ বলে করেন ৫০। নিজের পরের ওভারে কামিন্সকে দ্রুত বিদায় করেন শার্দুল। মাঝে ৬ চারে ৪৭ রান করা গ্রিনকে বোল্ড করে দেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৪ রানের মধ্যে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া কিছুটা প্রতিরোধ গড়ে মিচেল স্টার্ক ও লেয়নের ব্যাটে। ওয়ানডে স্টাইলে ২৪ রান করা লেয়নকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন সুন্দর। জশ হ্যাজলউডকে (১১) বোল্ড করে অস্ট্রেলিয়াকে থামিয়ে দেন টি নাটরাজন। স্টার্ক অপরাজিত থাকেন ২০ রানে। ভারতের হয়ে শার্দুলের সঙ্গে তিনটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত নাটরাজন ও ওয়াশিংটন।
×