ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রীড়াবিদদের সংখ্যা কমছে বাংলাদেশ গেমসে, সেপ্টেম্বরে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে ১৩ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২১

এশিয়ান গেমসে ১৭ ডিসিপ্লিনে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে গত বছরের এপ্রিলে হয়নি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। স্থগিত হওয়া সেই গেমসটি হবে চলতি বছরের ১-১০ এপ্রিল। তবে আসরে ৩১ ডিসিপ্লিন না কমলেও কমছে ক্রীড়াবিদদের সংখ্যা। আগে ১০ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা থাকলেও সেই সংখ্যা কমছে দেড় হাজার। মূলত করোনার জন্য খেলোয়াড় সংখ্যা কমবে বলে জানান বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘আমরা ডিসিপ্লিন সংখ্যা আগেরটা রেখে এ্যাথলেট সংখ্যা কিছুটা কমাতে চাইছি। কারণ ডিসিপ্লিন কমালে অনেক ক্রীড়াবিদ অংশ নিতে পারবে না।’ বিওএ’র তথ্য মতে আসন্ন গেমসে প্রায় সাড়ে আট হাজার ক্রীড়াবিদ, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিশিয়ান অংশ নেবেন। বাংলাদেশ গেমসের প্রস্তুতির জন্য ফেডারেশনগুলোকে নির্দেশনা দেবে বিওএ। এদিকে ২০২২ এশিয়ান গেমসে (১০-২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য) বাংলাদেশ ১৭টি (সাঁতার, আরচারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল থ্রি নট থ্রি, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, শূটিং, তায়কোয়ান্দো এবং ভারোত্তোলন) ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথম হয়েছিল ক্রিকেট। ওই আসরে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ক্রিকেটের হাত ধরে আশা সেই স্বর্ণটি এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ ক্রীড়া আসরে বাংলাদেশের সেরা প্রাপ্তি। চার বছর পর দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত ক্রিকেট থাকলেও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সর্বশেষ গেমসে ছিল না ক্রিকেট। ২০১৯ আসরে আবারও এশিয়ান গেমসে ফেরে ক্রিকেট। ২০২২ সালে চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ক্রিকেট ফেরায় বাংলাদেশের স্বর্ণজয়ের সম্ভাবনা বেড়ে গেল। এশিয়ান গেমসে এক সময় নিয়মিত রূপা ও ব্রোঞ্জপদক জিততো বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কিন্তু ২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ কাবাডি দল এবং ২০১৮ জাকার্তা এশিয়াডে সেই পদক হারিয়ে ফেলে নারী কাবাডি দল। এছাড়া চলতি বছর ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কোনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের ১৩টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে হতাশার খবর হলো ২০১৭ সালে সলিডারিটি গেমসে স্বর্ণ জেতা শূটিংই নেই এবারের আসরে। এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা। আর যেসব ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ সেগুলো হলো : আরচারি, এ্যাথলেটিকক্স, থ্রি নট থ্রি বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কারাতে, তায়কোয়ান্দো, ভলিবল, সাঁতার, ভারোত্তোলন ও কুস্তি। শনিবার রাজধানীর কুর্মিটোলায় বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে উচ্ছ্বসিত বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত এশিয়াডে আমাদের স্বর্ণপদক ছিল না। চীনের হ্যাংজু এশিয়াড থেকে আমরা স্বর্ণ আশা করছি। ক্রিকেটের ওপরই আমাদের প্রত্যাশা বেশি। কারণ গুয়াংজু এশিয়াড থেকেই আমরা সবেধন নীলমণি স্বর্ণপদকটি পেয়েছিলাম। হ্যাংজুতেও সেটাই প্রত্যাশা করছি।’
×