ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম শুরু

প্রকাশিত: ২৩:১৯, ১৭ জানুয়ারি ২০২১

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম শুরু

সালাম মশরুর, সিলেট অফিস ॥ আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যাত্রাপথে আরও একধাপ এগিয়েছে। শনিবার থেকে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা শুরু হয়। একযোগে তিনটি নার্সিং কলেজে শুরু হয়েছে প্রথমম বর্ষ বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে জানা যায়, প্রথম বর্ষ বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং পরীক্ষা ২০২০ সালের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের নর্থইস্ট নার্সিং কলেজ থেকে ৬০ জন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ থেকে ৬০ জন এবং আল আমিন নার্সিং কলেজ থেকে ৩০ জন পরীক্ষার্থী প্রথম বর্ষের এই পরীক্ষায় স্ব স্ব কেন্দ্রে অংশগ্রহণ করেন। চিকিৎসা ক্ষেত্রে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বিবেচনায় এবং সিলেটবাসীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে এক জনসভায় সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ অক্টোবর জাতীয় সংসদে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন-২০১৮ অনুমোদন হয়। অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার সফল বাস্তবায়ন শুরু হয়। নগরীর চৌহাট্টায় অস্থায়ী কার্যালয় স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। একই বছরের ২০ নবেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালগাঁও মৌজার ৫০.২২ একর এবং হাজরাই মৌজার ৩০.০৯ একরসহ সর্বমোট ৮০.৩১ একর ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ইতোমধ্যে সিলেট বিভাগের সকল মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শন কমিটির সুপারিশ অনুযায়ী দুটি সরকারী মেডিক্যাল কলেজ, চারটি বেসরকারী মেডিক্যাল কলেজ, একটি সরকারী নার্সিং কলেজ, চারটি বেসরকারী নার্সিং কলেজ এবং একটি বেসরকারী ডেন্টাল কলেজসহ ১২টি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক অধিভুক্তি দিয়েছে। এসব কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করেছে। শনিবার থেকে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা শুরু হয়। একযোগে তিনটি নার্সিং কলেজে শুরু হচ্ছে ১ম বর্ষ বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে জানা যায়, প্রথম বর্ষ বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং পরীক্ষা ২০২০ সালের জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা এ বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজ থেকে ৬০ জন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ থেকে ৬০ জন ও আল আমিন নার্সিং কলেজ থেকে ৩০ জন পরীক্ষার্থী প্রথম বর্ষের এই পরীক্ষায় স্ব স্ব কেন্দ্রে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদে ডিন নিয়োগের পাশাপাশি পরীক্ষা কমিটি গঠনের মাধ্যমে পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। শনিবার পৃথক তিনটি কেন্দ্রে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ১০০ নম্বরের এই পরীক্ষা নেয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের। এ জনদাবিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১ অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন। ওই বছরের ২০ নবেম্বর আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি।
×