ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু পর্নোগ্রাফিতে জড়িত ৩ জন গ্রেফতার

রাজধানীতে ১৮ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৯, ১৭ জানুয়ারি ২০২১

রাজধানীতে ১৮ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে ১৮ তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এদিকে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৯ জুয়াড়িকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মোহাম্মদপুরে ১৮ তলা থেকে পড়ে আসিফুল হক বিজয় (২৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাবার নাম আব্দুর রহমান। ‘এ’ লেভেল পাস করার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এসআই মইনুল ইসলাম জানান, শুক্রবার রাতে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯তলা ভবনের ১৮তলা থেকে বিজয় পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে বিজয় ওই ১৮তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রেফতার ॥ শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম বিভাগ। গত ১২ জানুয়ারি রাজধানী ঢাকা ও সাভার থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সামিউল শেখ নামের একজনকে রাজধানীর স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়। এদিকে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত ১৩ জানুয়ারি পল্টন থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সিআইডি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় সামিউল শেখকে দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েকদিন ধরে চাইল্ড পর্নোগ্রাফির ওপর নজর রাখছিল। বিভিন্ন তথ্যের মাধ্যমে ওই তিন অপরাধীদের সন্ধান পায় সিআইডি। পরে তাদের আটক করা হয়। নিউ ইস্কাটনে ২৬ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে ২৬ হাজার ইয়াবাসহ আব্দুল কাদের ওরফে শাহিন (৪৯) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার শামসুল আরেফীন জানান, গোয়েন্দা পুলিশ জানতে পারে মিনিবাসে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম রমনা থানাধীন নিউ ইস্কাটন এলাকায় মিনিবাসটি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় শাহীনকে গ্রেফতার করা হয়। এ সময় তার পিঠে ঝোলানো একটি ব্যাগ থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে মিনিবাসে তল্লাশি করে আরও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এডিসি শামসুল আরেফীন জানান, গ্রেফতারকৃত শাহিন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ১৯ জুয়াড়ি গ্রেফতার ॥ ঢাকায় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আব্দুর রহিম (৪৫), কামরুল হাসান (৪২), আইয়ুব (৪৮), শিপলু হাসান (৩৮), দেলোয়ার (৪০), রাজু (৪০), শাহীন (৩৮) ও পীযূষ (৩৮), আকতার শেখ (২৬), সোহেল রানা (২৫), সাইফুল ভূঁইয়া (৩০), রিয়াজ আহম্মেদ (৩৩), আসিফ মিয়া (৩০), রহিম (৩৩), জনি মিয়া (৩৩), আল আমিন (২০), নোমান (২৪), নাসির (৩০) ও মামুন মিয়া(৩৫)। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব- ১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর পশ্চিমপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, দুই প্যাকেট কার্ড (তাস) ও নগদ ১২ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয়। একই রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল পুরানো ঢাকার বংশাল থানাধীন মালিটোলা এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করা হয়।
×