ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ২৩:০৩, ১৭ জানুয়ারি ২০২১

মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মোবাইল ফোন কিনে না দেয়ায় শনিবার দুপুরে গৌরনদীর পশ্চিম বার্থী গ্রামে মাহফুজা খানম (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ইউসুফ দারোগার কন্যা এবং বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, মোবাইল ফোন কিনে দেয়ার জন্য ওইস্কুল ছাত্রী তার মা ও বাবার কাছে বায়না ধরে। তার দাবি না মানায় শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে মাহফুজা ঘরে থাকা কীটনাশক পান করে। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকেরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। বরিশালে আনার পথে দুপুর দুটার দিকে মাহফুজা মারা যায়। ষোড়শীর লাশ উদ্ধার ॥ আগৈলঝাড়ায় উপজেলা হাসপাতাল থেকে সুমাইয়া আক্তার নামে এক ষোড়শীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মাইনুদ্দিন সরদারের এসএসসি পাস করা কন্যা সুমাইয়া আক্তার পার্শ্ববর্তী মাগুরা গ্রামে তার ফুফা পান্না ঢালীর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে সুমাইয়া ওই বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে দীর্ঘসময়েও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে সুমাইয়াকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
×