ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ৪০, বিএনপি ৪, জাসদ ও জাপা একটি করে, স্বতন্ত্র ৮

পৌর নির্বাচনে জিতলেন যারা

প্রকাশিত: ২২:৫০, ১৭ জানুয়ারি ২০২১

পৌর নির্বাচনে জিতলেন যারা

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দফায় বেশিরভাগ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। শনিবার সকাল ৮টা থেক বেলা ৪টা পর্যন্ত ৬০ পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে গণনা শুরু হয়। এই দফায় অর্ধেক পৌরসভায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেয়া হয়। ইভিএমে দ্রুতই ফল ঘোষণা করা হয়। ৬০ পৌরসভার ফলে মেয়র পদে ৪০ টিতে আওয়ামী লীগ, ৪টিতে বিএনপি ১টিতে জাসদ. ১টিতে জাতীয় পার্টি এবং ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। অপর দিকে চারটি পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। নির্বাচনে যারা জয় লাভ করেছেন তাদের মধ্যে রয়েছেন- ফেনী ॥ ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান ৮ হাজার ২৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন ফারুক। নিকটতম বিএনপির কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯২৭ ভোট। বগুড়া ॥ সান্তাহার পৌরসভায় মেয়র পদে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ৭ হাজার ৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মতিউর রহমান (নৌকা) ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৮ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। নোয়াখালী ॥ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বিএনপির কামাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। ঝিনাইদহ ॥ শৈলকুপা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম ১০ হাজার ৮৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মেহেরপুর ॥ গাংনী পৌরসভায় আওয়ামী লীগের আহম্মেদ আলী ৯ হাজার ৪৬৭ ভোট নির্বাচিত হয়েছেন। বাগেরহাট ॥ মংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট। দিনাজপুর ॥ বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদরে মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম ৪৪ হাজার ৯শ’ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিরামপুর ॥ পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাস আলী মেয়র পদে বিজয়ী হয়েছেন। তিনি ১৫ হাজার ৩শ’ ৫৯ ভোট পান । পাবনা ॥ সাঁথিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুল আলম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। ফরিদপুর পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান বিএনপি’র এনামুল হককে পরাজিত করে বিজয়ী হয়েছেন। ঈশ^রদীতে আওয়ামী লীগের ইছাহক আলী মালিথা ২৮ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন ২ হাজার ১৮৫ ভোট। সিরাজগঞ্জ ॥ ৫ পৌরসভার নির্বাচনে পাঁচটির বেসরকারী ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে সিরাজগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের সৈয়দ আবদুর রউফ মুক্তা ৬৮,৩৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। রায়গঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান নৌকা প্রতীকে ৮৯৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কাজীপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান তালকদার বিজয়ী হয়েছেন। বেলকুচি পৌরসভায় যুবলীগ থেকে বহিষ্কৃত সাজ্জাদুল হক রেজা স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে ১৮৩৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম নজরুল ইসলাম নৌকা প্রতীকের ২৪৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ ॥ ছাতকে চতুর্থবারের মতো মেয়র হলেন আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম। তিনি ১২ হাজার ৮২৩ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ন্যান্সি ৭ হাজার ৯০৮ ভোট পেয়েছেন। সদরে মেয়র পদে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত ২১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। জগন্নাথপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীক নিয়ে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রাজশাহী ॥ আড়ানী পৌরসভায় বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মোঃ মুক্তার আলী। গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের একেএম আতাউর রহমান খান। তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম বিএনপির হাফিজুর রহমান হাফিজ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১২২ ভোট। ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মালেক ম-ল তার নৌকা প্রতীকে ৭ হাজার ৩১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ পেয়েছেন ২৬৯৯ ভোট। নেত্রকোনা ॥ মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট লতিফুর রহমান রতন (নৌকা) ৯ হাজার ৪শ’ ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কেন্দুয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হক ভূঁইয়া (নৌকা) ৯ হাজার ১শ’ ৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২শ’ ৩৯ ভোট। নরসিংদী ॥ মনোহরদী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া ॥ চারটি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের তিনজন প্রার্থী এবং একটিতে জাসদের মশাল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সদরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র পদে প্রার্থী আনোয়ার আলী বিজয়ী হয়েছেন। মিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক মালিথা জয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। কুমারখালী পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র পদে প্রার্থী সামসুজ্জামান অরুণ বিজয়ী হয়েছেন। তিনি ১০ হাজার ১১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আনিচুর রহমান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন। ভেড়ামারায় জাসদ মনোনীত মশাল প্রতীকের মেয়র পদে প্রার্থী আনোয়ার কবির টুটুল জয়ী হয়েছেন। নাটোর ॥ তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রুখসানা মোর্তজা লিলি ৬৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৭৫৯৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নওগাঁ ॥ নজিপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল কবির চৌধুরী বালু বাবু ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রার্থী বিএনপির ধানের শীষের সাবেক মেয়র মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ২০৩ ভোট। হবিগঞ্জ ॥ মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান (ধানের শীষ) ৫ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নবীগঞ্জ পৌরসভায় ধানের শীষ প্রতীকে ছাবির আহমেদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কুমিল্লা ॥ চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। তিনি পেয়েছেন ৯ হাজার ৩২ ভোট। সাভার ॥ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে হাজী আব্দুল গনি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৫৬,৮০৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মোঃ রেফাত উল্লাহ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫, হাজার ৩৩০ ভোট। ময়মনসিংহ ॥ মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন সরকার নৌকা প্রতীকে ১৭৩২০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হযেছেন। ফুলবাড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া নৌকা প্রতীকে ৫৬০৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৭০৪ ভোট। সদরে পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আওয়ামী লীগ) মোঃ মতলুবর রহমান ১২ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বান্দরবান ॥ লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৪০৫। মৌলভীবাজার ॥ কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারীভাবে এই ফলাফল জানা যায়। কুলাউড়া পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কমলগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে জুয়েল আহমদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। শরীয়তপুর ॥ সদর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পারভেজ রহমান জন ২৩ হাজার ২শ’ ৪৩ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। মাগুরা ॥ সদর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খুরশীদ হায়দার টুটুল ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। গাজীপুর ॥ শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিছুর রহমান ২৩ হাজার ৪৮৬ ভোট বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট। কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু (নারিকেল গাছ) ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। টাঙ্গাইল ॥ ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকল মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ৮ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন। চট্টগ্রাম ॥ সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম জয়ী হয়েছেন। তিনি মোট ১৭ হাজার ৭১৬ ভোট পেয়েছেন। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে পাওয়া ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মোঃ পারভেজ মিয়া (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৯২০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৮২ ভোট। এদিকে, কুলিয়ারচরে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ হাসান সারোয়ার মহসীন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ফরিদপুর ॥ বোয়ালমারী পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
×