ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুজিব ফিদে রেটিং দাবায় জিয়া চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২১:৫০, ১৬ জানুয়ারি ২০২১

মুজিব ফিদে রেটিং দাবায় জিয়া চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিব বর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। জিয়া ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করে শিরোপা জয় করেন। সাত পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী অপরাজিত রানারআপ হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় স্থান লাভ করেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীূর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন পঞ্চম স্থান লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হতে চতুর্দশ স্থান লাভ করেন যথাক্রমেঃ বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, বাংলাদেশ পুলিশের শরীয়তউল্লাহ, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ বিমানের মাসুম হোসেন। মহিলাদের মধ্যে সাড়ে চার পয়েন্ট পেয়ে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রথম হন। চার পয়েন্ট নিয়ে মহিলাদের মধ্যে দ্বিতীয় হতে পঞ্চম হন যথাক্রমেঃ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা, দেবন এয়ার চেস ক্লাবের কাজী জারিন তাসনিম ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়া ফিদেমাস্টার পরাগের সাথে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আন্তর্জাতিক মাস্টার শাকিলের সাথে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ফিদেমাস্টার নাসিরের সাথে ও ফিদেমাস্টার সুব্রত শরীয়তউল্লাহর সাথে ড্র করেন। অনত ক্যান্ডিডেট মাস্টার সোহেলকে, ফিদেমাস্টার জাভেদ ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, মাসুম অভিক সরকারকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন মহিলা ফিদেমাস্টার ইভাকে, ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, জাবেদ আল আজাদ মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক নুশরাত জাহান আলোকে, সাকলাইন মোস্তফা সাজিদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতকে, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ফিদে মাস্টার সাইফ উদ্দিনকে, জারিন সাজিদুল হককে, মারযুক চৌধুরী ওয়াদিফা আহমেদকে ও সৈয়দ রিদওয়ান ইশরাত জাহান দিবাকে হারান। খেলা শেষে রাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের নীচতলাস্থ উৎসব হলে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল-এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব আব্দুল করিম, এনডিসি এবং আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শহীদুল্লাহ চৌধুরী, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে ৮ দিন ব্যাপী অনুষ্ঠিত এ ইভেন্টে ৪৪ খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ সাড়ে তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়া এক লক্ষ টাকা, রানারআপ অনত পঞ্চাশ হাজার টাকা, তৃতীয় স্থান লাভকারী ফিদেমাস্টার পরাগ ত্রিশ হাজার টাকা, মহিলাদের মধ্যে প্রথম আর্ন্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ বিশ হাজার টাকাসহ মোট ১৯ খেলোয়াড় অর্থ পুরস্কার লাভ করেন।
×