ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ১৯ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১৭:৩৬, ১৬ জানুয়ারি ২০২১

ঢাকায় ১৯ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, আব্দুর রহিম (৪৫), কামরুল হাসান (৪২), আইয়ুব (৪৮), শিপলু হাসান (৩৮), দেলোয়ার (৪০), রাজু (৪০), শাহীন (৩৮) ও পীযূষ (৩৮), আকতার শেখ(২৬), সোহেল রানা(২৫), সাইফুল ভূঁইয়া (৩০), রিয়াজ আহম্মেদ (৩৩), আসিফ মিয়া (৩০), রহিম (৩৩), জনি মিয়া (৩৩), আল আমিন (২০), নোমান (২৪), নাসির (৩০) ও মামুন মিয়া(৩৫)। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে র‌্যাব- ১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর পশ্চিমপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, দুই প্যাকেট কার্ড (তাস) ও নগদ ১২ হাজার ৬৫৫ টাকা উদ্ধার করা হয়। একই রাতে র‌্যাব-১০ এর অপর একটি দল পুরানো ঢাকার বংশাল থানাধীন মালিটোলা এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, দু’টি টাকা রাখার বক্স, খোলা অবস্থায় ৩৫০ পিস জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ ১৭ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
×