ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদ নির্বাচনের মতো পৌরনভা নির্বাচনেও ব্যাপক কারচুপি করা হয়েছে : ড. মোশাররফ

প্রকাশিত: ১৭:১৬, ১৬ জানুয়ারি ২০২১

সংসদ নির্বাচনের মতো পৌরনভা নির্বাচনেও ব্যাপক কারচুপি করা হয়েছে : ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনও একতরফা এবং ব্যাপক ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দলীয় প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে অভিযোগ করে ড. মোশাররফ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে রাখতো পৌরসভা নির্বাচননেও সেভাবেই কেন্দ্র দখল করে রাখে। তবে ভোট কেন্দ্রের অবস্থা এখন কেমন থাকে তা আওয়ামী লীগের নেতারাও বলতে শুরু করেছেন। আওয়ামী লীগের এক প্রার্থী বলেছেন, সত্যিকারের ভোট হলে দলীয় প্রার্থীরা নাকি দরজা খুঁজে পাবে না। খন্দকার মোশাররফ বলেন, শনিবার ৬০ পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা সকাল থেকেই বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে এবং কেউ কেন্দ্রে গেলেও তাকে বের করে দিয়েছে। এ ছাড়া বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রের কাছে যেতে দেয়া হয়নি। ভয়ভীতি প্রদর্শন করায় বিএনপি সমর্থক অনেক ভোটার ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীদের পক্ষে একতরফা ভোটের ব্যবস্থা করেছে। আমরা এ ধরণের নির্বাচনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ড, মোশাররফ বলেন, আওয়ামী লীগ ভোটারদের সমর্থন না পেলেও কাদের সমর্থন পাচ্ছে তা জনগণ জানে। তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে গায়ের জোরে ভোটকেন্দ্র দখল করে। আবার তারা বলে, ‘এমপি যদি আমরা এভাবে হতে পারি তাহলে আমরা মেয়র এভাবে হব না কেনো? এভাবে নির্বাচনী ব্যবস্থাকে সরকার ধবংস করে দিয়েছে। ইভিএমে ভোটগ্রহণের সমালোচনা করে ড. মোশাররফ বলেন, এমনিতেই মানুষ ভোট দিতে পারে না। এখন আবার ইভিএম মেশিনে ভোট নেয়া হয়। এই মেশিনের ভোটে দুরভিসন্ধি আছে। জানা যায়, ইিিভএম মেশিন এমনভাবে সেট করে রাখা হয় যাতে সরকারি দলকে সহজে জিতিয়ে দেয়া যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের সভাপতিত্বে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল(অব.) জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর প্রমুখ।
×