ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কম্বল নিয়ে শীতার্তদের কাছে ছুটছেন মেয়র লিটন

প্রকাশিত: ১৫:২৩, ১৬ জানুয়ারি ২০২১

কম্বল নিয়ে শীতার্তদের কাছে ছুটছেন মেয়র লিটন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শীতের শুরু থেকেই শীতার্তদের পাশে দাড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। করোনাকালের মতো শীতকালেও শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে আজ শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহযোগিতায় নগরীর ২৩নং ওয়ার্ডে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। দুপুরে নগরীর শাহ মখদুম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ৪৫০ জন শীতার্তের প্রত্যেককে এটি করে কম্বল নিজ হাতে তুলে দেন মেয়র লিটন। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে। করোনাকালে দফায় দফায় খাদ্য, অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়েছে। শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন লিটন। নগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×