ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভায়োলেন্স রোধে খেলাধুলা নিশ্চিত করতে হবে ॥ ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১:০৬, ১৬ জানুয়ারি ২০২১

ভায়োলেন্স রোধে খেলাধুলা নিশ্চিত করতে হবে ॥ ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৫ জানুয়ারি ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সমাজের অনাচার ও ডিজিটাল ভায়োলেন্স রোধে সন্তানদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের প্রতিও সমান মনোযোগ দিতে হবে। আওয়ামী লীগ সরকার মাদক এবং সন্ত্রাসকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা দিয়ে তা নির্মূলে কাজ করে যাচ্ছে এবং আইন করে নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স কমাতে সক্ষম হয়েছে। মন্ত্রী রাসেল শুক্রবার রাতে টঙ্গী মরকুন টিএ্যান্ডটি গেট মাঠে মরকুন টিএ্যান্ডটি বাজার ও নতুন বাজার এলাকা সিসি ক্যামেরার উদ্বোধন উপলক্ষে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্সবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী। মন্ত্রী আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কোন দল নেই, কোন ধর্ম নেই। এদেরকে আমরা সমাজে স্থান দিতে পারি না, এরা সমাজের শত্রু। যারা সমাজকে মাদকের অভয়ারণ্য করতে চায় সকলের উচিত তাদের বয়কট করা। তাদের সমাজ থেকে বিতাড়িত করা।
×