ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগে আগামীতে সুবিধাভোগী কারও স্থান হবে না ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০০:০৮, ১৬ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগে আগামীতে সুবিধাভোগী কারও স্থান হবে না ॥ তথ্যমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামীতে আওয়ামী লীগে সুবিধাভোগী ও স্বার্থবাদীদের কোন স্থান হবে না এবং এদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। খবর বাংলানিউজের। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন, সেসব ত্যাগী নেতাকেই দলে মূল্যায়ন করা হবে। ড. হাছান মাহমুদ বলেন, তৃণমূলের পছন্দের প্রার্থীদের আগামীতে মনোনয়ন দেয়া হবে। টাকা-পয়সার বিনিময়ে মনোনয়ন দেয়া হবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় ড. হাছান মাহমুদ বলেন, অনেকে পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চায়। এ ধরনের লোক আওয়ামী লীগে দরকার নেই। জেলা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, নির্বাচনে মনোনয়ন বিষয়ে তৃণমূল থেকে নাম পাঠানোর সময় দলের জন্য ত্যাগী, বিশ্বস্তদের নাম পাঠাবেন। টাকার বিনিময়ে যেন কারও নাম না পাঠানো হয়। দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই নেতা। তথ্যমন্ত্রী বলেন, মৌলবাদের আস্ফালন ও রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করেই আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঐক্যবদ্ধভাবে দলের কাজ এগিয়ে নিতে হবে। আজ থেকে কয়েক বছর আগেও কক্সবাজারের এই চিত্র ছিল না। এখানে যেসব উন্নয়ন কাজ হচ্ছে তা অকল্পনীয়।
×