ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার স্বস্তি

প্রকাশিত: ২৩:১৫, ১৬ জানুয়ারি ২০২১

লাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার স্বস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মের তুঙ্গে থাকা মাস্টার ব্যাটসম্যানের ক্যাচ ছাড়লে তার মাসুল কিভাবে গুনতে হয় সেটিই টের পেল ভারত। দু’দুবার জীবন পেয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন মার্নাস লাবুশেন। ততেই ৮৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান নিয়ে সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টের প্রথমদিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ২৮ ও অধিনায়ক টিম পেইন ৩৮ রান নিয়ে ক্রিজে আছেন। অথচ ইনজুরিজর্জর ভারত অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও ৮৭ রানের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়েছিল। এরপরও ৩৭ ও ৪৮ রানে জীবন পাওয়া লাবুশেনের ১০৮ রানের কল্যাণে স্বস্তিতে প্রথমদিন শেষে স্বাগতিকরা। ১-১এ চলমান আলোচিত বোর্ডার-গাভাস্কার ট্রফির ফয়সালার এই টেস্টটা দু’দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। ব্রিসবেনে শুক্রবার টস জিতে ব্যাটিং নেয়া অস্ট্রেলিয়ার শরুটা অবশ্য ভাল ছিল না। প্রথম ওভারেই মোহাম্মদ সিরাজের বলে স্লিপে রোহিত শর্মার দারুণ এক ক্যাচে বিদায় নেন ডেভিড ওয়ার্নার (১)। দুই অঙ্কে যেতে পারেননি সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া মার্কাস হ্যারিসও। ব্যক্তিগত ৫ রানে শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন এই ওপেনার। থিতু হওয়া স্টিভেন স্মিথকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। আগের টেস্টের সেঞ্চুরিয়ান স্মিথ এবার করেন ৩৬ রান। এরপরই ম্যাথু ওয়েডের সঙ্গে ১১৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। অথচ এই জুটি ভাঙ্গতে পারতো স্মিথ ফেরার পরের ওভারেই। নবদীপ সাইনির বলে গালিতে লাবুশেনের ক্যাচ ফেলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। পরে নাটরাজনের বলে স্লিপে ইনফর্ম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ক্যাচ হাতে জমাতে পারেননি চেতেশ্বর পুজারাও। দু’বার জীবন পাওয়া লাবুশেন ১৯৫ বলে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি। এ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে চারবার, সিডনিতে একবার এবং ব্রিসবেনে প্রথম ইনিংসেই দু’বার জীবন পাওয়া লাবুশেনের ৫৭.২৮ গড়ে সিরিজে মোট রান সর্বোচ্চ ৪০১। এই সেঞ্চুরির সঙ্গে আছে দুটি হাফ সেঞ্চুরিও। নিজের পরপর দুই ওভারে ওয়েড (৪৫) ও লাবুশেনকে ফেরান অভিষিক্ত নাটরাজন। চলতি সফরে ওয়ানডে, টি২০’র পর টেস্টেও অভিষেক হলো বাঁহাতি মিডিয়াম পেসারেরÑ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক সিরিজে এবং কম সময়ের মধ্যে তিন ফরমেটে অভিষেকের ‘বিরল’ রেকর্ড এটি। দিনের বাকি সময়টা নিরাপদে পার করে দেন গ্রিন ও পেইন। ভারত দলে চোট হানা দিয়েছে এই ম্যাচের মাঝেও। ৭.৫ ওভার বোলিং করে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন পেসার সাইনি। চোট নিয়ে সিরিজ নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। তাদের জায়গায় এসেছেন মায়াঙ্ক আগারওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও থাঙ্গারাসু নাটরাজন। এরমধ্যে অভিষেক হয়েছে টি নাটরাজন ও ওয়াশিংটনের। ওদিকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন মোহাম্মদ সিরাজ। সিডনিতে ভারতীয় পেসারকে ‘বানর’ বলায় ছয় দর্শককে মাঠ থেকে বের করে দেয়া হয়েছিল। ব্রিসবেনে এবার প্রথমদিনে এক দর্শক তাকে ‘রক্তাক্ত কীট’ বলে অভিহিত করেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়েছে।
×