ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিয়ালের ব্যর্থতায় ক্লাসিকোহীন ফাইনাল

প্রকাশিত: ২৩:১৫, ১৬ জানুয়ারি ২০২১

রিয়ালের ব্যর্থতায় ক্লাসিকোহীন ফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ সবাই মুখিয়ে ছিলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে ফাইনাল মহারণ দেখতে। রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারিয়ে বার্সা ফাইনালে ওঠার পর তাই সবার চোখ ছিল রিয়াল ও এ্যাথলেটিক বিলাওয়ের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে। কিন্তু বৃহস্পতিবার রাতে মালাগায় হওয়া ম্যাচে নিদারুণভাবে হতাশ করেছে জিনেদিন জিদানের দল। স্প্যানিশ সুপার কাপের ম্যাচে বিলবাওয়ের কাছে ২-১ গোলে হার মেনেছে রিয়াল। এই হারে রবিবার রাতে হতে যাওয়া ফাইনাল ম্যাচটি এল ক্লাসিকো হচ্ছে না। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে লড়বে বার্সিলোনা ও বিলবাও। অথচ রিয়াল জয় পেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ফাইনাল হতো। মালাগার লা রোসাল্ডা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। ১৮ মিনিটে গোল করে বিলবাওকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার রাউল গার্সিয়া। বিরতির আগেই ৩৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বিরতির পর ম্যাচের ৭৩ মিনিটে করিম বেনজেমা গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। এই জয়ে নতুন কোচ মার্সেলিনো গার্সিয়া টোরালের প্রতিশ্রুতি পূরণ করেছে বিলবাও। গত সপ্তাহেই লা লিগায় বার্সিলোনার কাছে ৩-২ গোলে হেরেছে বিলবাও। সান মেমেসে ওই ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি করেছিলেন জোড়া গোল। কিন্তু চোটের কারণে সুপার কাপের সেমিতে খেলতে পারেননি ছয়বারের ফিফাসেরা তারকা। ফাইনালে খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। খেললে লা লিগার ম্যাচটি নিশ্চিত করেই অনুপ্রাণিত করবে মেসিকে। আর বার্সাও স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে। তবে রিয়ালের বিরুদ্ধে অসাধারণ পারফর্মেন্সের কারণে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিলবাও। এটি নতুন কোচ মার্সেলিনোর অধীনে তাদের দ্বিতীয় ম্যাচ। চলতি মাসের শুরুতে বরখাস্ত হওয়া গাইজকা গারিটানোর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত এই কোচ এখন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। ম্যাচশেষে তিনি বলেন, এখন আমরা শিরোপা জয় থেকে ৯০ মিনিটের দূরত্বে আছি। এটি হবে দুর্দান্ত। তবে এরচেয়েও দারুণ ব্যাপার হবে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনাকে হারিয়ে শিরোপা জয় করলে। অন্যদিকে স্পেনজুড়ে প্রচণ্ড তুষারপাত রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের দেহ ও মনকে আক্রান্ত করেছে বলে মনে করছেন দলটির কোচ জিনেদিন জিদান। তুষারের কারণে মাঠ পিচ্ছিল হওয়ার কারণে ওসাসুনায় ড্র করতে হয়েছে তার দলকে।
×