ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আক্রমণাত্মক থাকতে চান রোচ

প্রকাশিত: ২৩:১৪, ১৬ জানুয়ারি ২০২১

আক্রমণাত্মক থাকতে চান রোচ

স্পোর্টস রিপোর্টার ॥ ১২ বছর আগে নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতির সুযোগে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা করে নিয়েছিলেন কেমার রোচ। তখন ২০ বছর বয়সী এই পেসারের অভিষেক হয়েছিল। ক্যারিবীয়দের সেই দলটিতে তাদেরই মাটিতে নাস্তানাবুদ করেছিল সফরকারী বাংলাদেশ দল। এবার বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ দলেও নেই ১২ জন নিয়মিত ক্রিকেটার। সে কারণে ২০০৯ সালের সেই সিরিজের সঙ্গে এবার আসন্ন সিরিজটির বেশ সাদৃশ্য দেখতে পাচ্ছেন। তবে সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার ভাল করার প্রত্যয় রোচের। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক ও মুশফিকুর রহিমদের বিশেষ বিবেচনায় রেখে মাঠে সফলতার জন্য আক্রমণাত্মক থাকার কথা জানালেন রোচ। ক্যারিবীয় বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বেতনভাতা নিয়ে সমস্যা তৈরি হয়। সে জন্য সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজ বয়কট করেন নিয়মিত দলের সব ক্রিকেটার। সঙ্কটকালীন সেই সময় আনকোরা একটি দল নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলে স্বাগতিকরা। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবীয়রা। রোচ সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন। ফলে জাতীয় দলে থিতু হয়ে যান। তখন খেলা দলটির কেউ টিকতে পারেননি জাতীয় দলে। কিন্তু রোচ ১২ বছর পার করেছেন। টেস্ট দলের অন্যতম নির্ভরতা ৩২ বছর বয়সী এ অভিজ্ঞ ডানহাতি। রোচ বলেন, ‘তখন আমিও বেশ অনভিজ্ঞ ছিলাম। ছেলেরা তখন বেশ চাপে ছিল ভাল করার জন্য, কিন্তু তারা পারেনি। এবার এটা আমাদের জন্য দ্বিতীয়বার একই পরিস্থিতি হয়েছে। দল হিসেবে আমাদের কি করতে হবে তার ভাল পারিকল্পনা করেছি আমরা। ব্যাটসম্যানদের মধ্যে ভাল আলাপ হচ্ছে। আশা করছি ভাল প্রস্তুতি নিয়েই আমরা টেস্ট সিরিজ শুরু করব।’ সর্বশেষ ২০১৮ সালে হেরেছে ওয়ানডে সিরিজ, টেস্টে হয়েছে হোয়াইটওয়াশ। এবার তাই খর্বশক্তির দল নিয়ে আসার কারণে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা বুঝতে পারছেন রোচ। তিনি বলেন, ‘বোলিং ইউনিটের সাফল্যের জন্য দলীয় প্রচেষ্টার প্রয়োজন হবে। আমরা ভাল পরিকল্পনা করছি, বোলিং কোচের সঙ্গে কথা হচ্ছে, নিজেদের মধ্যেও আলাপ-আলোচনা করছি। আমরা জানি, আমাদের কি করতে হবে।’ অভিজ্ঞ রোচ নিজে বাংলাদেশের বিরুদ্ধে ভাল করার উপায় জানেন। টেস্টে সবচেয়ে ভাল রেকর্ড তার বাংলাদেশের সঙ্গেই। ৮ টেস্টে ১৯.৭৮ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট। যদিও বাংলাদেশের মাটিতে ৩ টেস্টে পেয়েছেন মাত্র ৪ উইকেট। রোচ বলেন, ‘সবাই জানি বাংলাদেশ সবসময় পেসারদের জন্য কঠিন। যদি ভাল পরিকল্পনা করতে পারি, ভাল জায়গায় বল করতে পারি তাহলে আমাদের জন্য সহায়ক হবে।’ তবে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন রোচ। তামিম, সাকিব, মুমিনুল ও মুশফিকদের বড় চ্যালেঞ্জও মনে করছেন তিনি উইন্ডিজ বোলারদের জন্য। রোচ বলেন, ‘বেশকিছু ভাল নাম আছে তাদের। তবে আমরা আসলে নিজেদের দিকে মনোযোগ দিচ্ছি। বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরতে হলে মাঠে আক্রমণাত্মক থাকতে হবে।’
×