ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:০০, ১৬ জানুয়ারি ২০২১

শোক সংবাদ

সাংবাদিক হিলালী ওয়াদুদ জনকণ্ঠ ডেস্ক ॥ দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহ সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার সকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে মালিবাগের খিদমাহ্ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৪৯ বছর বয়সী হিলালী ওয়াদুদ চৌধুরী মা, স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি দৈনিক ভোরের কাগজের ডেপুটি মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ ১৬ জানুয়ারি ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হবার কথা ছিল। হিলালী ওয়াদুদ চৌধুরী এই নির্বাচনে অন্যতম সভাপতি পদপ্রার্থী ছিলেন। শুক্রবার সকালে ডিএসইসির নির্বাচনপূর্ব এজিএম চলার সময় জাতীয় প্রেসক্লাবে তার মৃত্যু সংবাদ পৌঁছলে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। পরে ডিএসইসি নেতৃবৃন্দ তাৎক্ষণিক বৈঠকে মিলিত হয়ে আজকের নির্বাচন স্থগিত ঘোষণা করে এবং আগামী ২৪ জানুয়ারি ডিএসইসি নির্বাচন অনুষ্ঠানের তারিখ পুননির্ধারণ করা হয়। দুপুরে মরহুম হিলালীর কর্মস্থল ভোরের কাগজ কার্যালয়ে সহকর্মীরা হিলালীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিকেলে জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে তার মরদেহ নীলফামারীর ডোমারে গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে বলে হিলালীর সহকর্মীরা জানিয়েছেন। সরোয়ার মোড়ল স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বারুইপাড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটি বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মোড়ল (৫৬) শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে কুরশাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। অধীর কুমার সরকার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকারের বড় ভাই অধীর কুমার সরকার (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। শুক্রবার উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোঃ নজরুল ইসলাম (৫৮) শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। কোনাবাড়ির পারিজাত এলাকার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
×