ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০১:০০, ১৫ জানুয়ারি ২০২১

মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মানিক সাহা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৭তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে আজ সকাল সাড়ে ১০টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও পরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া সাংবাদিক মানিক সাহার পরিবার, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। মহিউদ্দিন আহমদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, ভাষাসৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান মহিউদ্দিন আহমেদের ৯৬তম জন্মবার্ষিকী আজ। বর্তমান স্বাস্থ্যবিধির আলোকে এবং স্বল্প পরিসরে আজ ১০টা ৩০ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও পুষ্প অর্পণ করা হবে। এতে শুভাকাক্সক্ষী ও পরিবারের লোকজন অংশগ্রহণ করবেন। ১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুরে মহিউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা কালীপদ দাস স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাস (৮৯) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাইতি পাড়ার নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেল সাড়ে ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে রূপসা মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
×