ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেস-ব্রডের বোলিং তোপে ১৩৫ রানে অলআউট শ্রীলঙ্কা

প্রকাশিত: ০০:৩৮, ১৫ জানুয়ারি ২০২১

বেস-ব্রডের বোলিং তোপে ১৩৫ রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথমদিনেই দিশেহারা শ্রীলঙ্কা। বেস-ব্রডের বোলিং তোপে ৪৬.০১ ওভারে মাত্র ১৩৫ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের বিধ্বস্ত করে নিজেদের ইনিংসের সূচনাটাও দুর্দান্ত করেছে ইংল্যান্ড। ৪১ ওভার খেলে ২ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করে প্রথমদিন শেষ করেছে জো রুটের দল। এর ফলে প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে মাত্র ৮ রান পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দীনেশ চান্দিমালের দল। কিন্তু স্বাগতিকদের সূচনাটা ভাল করতে দেননি দুই ইংলিশ বোলার ডম বেস এবং স্টুয়ার্ট ব্রড। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন ওপেনার লাহিরু থিরিমান্নে। এরপর রানের খাতা না খুলেই ফিরেন কুশল মেন্ডিস। ভাল শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন কুশল পেরেরা। মাত্র ২০ রান করে সাজঘরে ফিরেন তিনি। তবে ব্রিটিশদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এ্যাঞ্জেলো ম্যাথুস আর দীনেশ চান্দিমাল। তারাও ব্যর্থ হন। ম্যাথুস ২৭ ও চান্দিমাল ২৮ রান করে আউট হয়ে যান। এরপর একে একে প্যাভিলিয়নের পথ ধরেন নিরোশান ডিকভেলা (১২), দাসুন শানাকা (২৩), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৯), দিলরুয়ান পেরেরা (০) ও লাসিথ এম্বুলদেনিয়া (০)।
×