ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচেও অনুজ্জ্বল সাকিব

প্রকাশিত: ০০:৩৪, ১৫ জানুয়ারি ২০২১

প্রস্তুতি ম্যাচেও অনুজ্জ্বল সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে সমাপ্ত বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে আবার ক্রিকেটে ফেরেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবকে পাওয়া যায়নি। ওই আসরে ৮ ম্যাচে মাত্র ১০.২৫ গড়ে করেছেন ৮২ রান। আর বল হাতে ৩৪.৪০ গড়ে মাত্র ৫ উইকেট নিতে পেরেছেন। কিছুদিন পরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করতে নামবে স্বাগতিকরা। দলের সঙ্গে সঙ্গে সাকিবও ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। বৃহস্পতিবার তাই নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। বিকেএসপিতে হওয়া ৪০ ওভারের ম্যাচেও ছন্দহীন সাকিব। বল হাতে ৬ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে ৯ রান করার পর রানআউট হয়ে গেছেন। অবশ্য ব্যাটসম্যানদের বেহাল অবস্থার এই ম্যাচে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতক পেয়েছেন। পেসাররা দেখিয়েছেন দাপট। তরুণ হাসান মাহমুদ নেন ৪ উইকেট। ৩৭.২ ওভারে তামিম একাদশ ১৬১ রানে গুটিয়ে যাওয়ার পর ৩৬.৫ ওভারে ৫ উইকেটে ১৬২ রান তুলে ৫ উইকেটের জয় পায় মাহমুদুল্লাহ একাদশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তামিম একাদশ শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ওপেনার লিটন দাস ২ রানেই সাজঘরে ফেরেন। এরপর বড় কোন জুটি হয়নি তিন পেসার হাসান, আল-আমিন হোসেন ও শরিফুল ইসলামের দাপটে। তামিম ৪৩ বলে ২৮, নাজমুল হোসেন শান্ত ৩৫ বলে ২৭, মোহাম্মদ মিঠুন ২৩ বলে ১৬ ও সৌম্য সরকার ৪৬ বলে ২ ছয়ে ২৪ রান করে সাজঘরে ফেরেন। তরুণ আফিফ হোসেন ৩২ বলে ১ চার ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। শেষ পর্যন্ত ৩৭.২ ওভারে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় তামিমরা। হাসান ৬ ওভারে ২১ রান দিয়ে ৪, শরিফুল ৭.২ ওভারে ২৭ রানে ২ ও আল-আমিন ৮ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ৫ ওভারে ১৫ রানে নেন ১ উইকেট। সাকিব সুবিধা করতে পারেননি বোলিংয়ে। ৬ ওভারে ১ মেডেন দিলেও ৩১ রান খরচা করে থেকেছেন উইকেটশূন্য। জবাবে ওপেনার মোহাম্মদ নাইম শেখের ৫২ বলে ৭ চারে ৪৩ ও মাহমুদুল্লাহর ৬৪ বলে ৪ চারে অপরাজিত ৫১ রানে ৩৬.৫ ওভার খেলে ৫ উইকেটের সহজ জয় পায় মাহমুদুল্লাহ একাদশ। মুশফিকুর রহিমও বড় রান পাননি, তিনি ৪৮ বলে ২৮ রান করার পথে কোন বাউন্ডারিও হাঁকাতে পারেননি। ওয়ানডাউনে নেমে ২৩ বল খেলে ৯ রান করা সাকিব রানআউট হয়ে যান। ১টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান ও নাসুম আহমেদ। জয়ের পর মাহমুদুল্লাহ বলেন, ‘দুই দলের বোলাররাই খুব ভাল বোলিং করেছে। উইকেটে মনে হয় প্রথমদিকে কিছুটা মুভমেন্ট ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা ভাল হয়েছে উইকেট, আমার মনে হয়। সর্বোপরি বেশ ভাল প্র্যাকটিস। আমার মনে হয় এটা বোলারদের দিন ছিল আজ।’
×