ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুচ্ছভুক্ত ভার্সিটিতে ভর্তি

টেকনিক্যাল সাব-কমিটির প্রথম বৈঠক

প্রকাশিত: ০০:২৩, ১৫ জানুয়ারি ২০২১

টেকনিক্যাল সাব-কমিটির প্রথম বৈঠক

জবি সংবাদদাতা ॥ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শিক্ষার্থীদের ভর্তির জন্য টেকনিক্যাল সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এই বৈঠক হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এতে সভাপতিত্ব করেন। সভায় টেকনিক্যাল কমিটির তত্ত্বাবধানে আরও তিনটি উপকমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় এঝঞ-বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জন্য / এই দুটি ডোমেইন কেনার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এঝঞ গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও আইটি বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন। সভায় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (নেত্রকোনা) ট্রেজারার ও টেকনিক্যাল সাব-কমিটির সদস্য অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, জবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দফতরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন, আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার ও টেকনিক্যাল সাব-কমিটির সদস্য-সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
×