ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে বাংলাদেশী ব্যাংকের শাখা খোলার অনুরোধ

প্রকাশিত: ০০:১২, ১৫ জানুয়ারি ২০২১

মালদ্বীপে বাংলাদেশী ব্যাংকের শাখা খোলার অনুরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ মালদ্বীপে প্রবাসীদের জন্য বাংলাদেশী একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে অনুরোধ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, হাইকমিশনার রিয়ার এ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গর্বনর আলী হাশিমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। খবর বাংলানিউজের। এ সময় হাইকমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে গবর্নরকে অনুরোধ করেন। একই সঙ্গে ডলারের পরিবর্তে মালদ্বীপের মুদ্রায় প্রবাসী বাংলাদেশীদের নিজ দেশে অর্থ পাঠানোর বিষয়ে সহযোগিতা চান। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের ব্যাংকিং সেক্টরে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দেয়া হয়। মালদ্বীপের ব্যাংক গবর্নর জানান, বাংলাদেশী কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তিনি অবহিত। ব্যাংকিং খাত নিয়ে আলী হাশিম মালদ্বীপের অবস্থান তুলে ধরেন। তার সরকার ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানান তিনি।
×