ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে টিকা প্রদান কর্মসূচী কাল উদ্বোধন করবেন মোদি

প্রকাশিত: ০০:০৭, ১৫ জানুয়ারি ২০২১

ভারতে টিকা প্রদান কর্মসূচী কাল উদ্বোধন করবেন মোদি

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রতিবেশী দেশ ভারতে একসঙ্গে শুরু হতে চলেছে করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচী। আগামীকাল শনিবার এই কর্মসূচীর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দেশটির বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলবেন মোদি। স্বাস্থ্য কর্মীদেরই প্রথম টিকার ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বাংলানিউজের। ওই দিন ভারতের ২ হাজার ৯৩৪টি কেন্দ্রে একসঙ্গে তিন লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। এক একটি সেশনে ১০০ জনকে টিকা দেয়া হবে। জানা গেছে, সেদিনই ‘কো উইন’ এ্যাপ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। এই এ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের সরবরাহ এবং বিতরণের বিষয়ে নজরদারি রাখা যাবে। এদিকে দৈনিক করোনা শনাক্তে পশ্চিমবঙ্গে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪পরগনা জেলা। ইতোমধ্যে রাজ্যে পৌঁছে গেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটকের ‘কোভ্যাক্সিন’। এ দুই টিকা প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হতে চলেছে। প্রথমে কেউ যদি কোভিশিল্ড টিকা নেন তাহলে দ্বিতীয় ডোজটিও কোভিশিল্ডের হতে হবে, কোভ্যাক্সিনের নয়। একবার যদি ভারতের কোন রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, নির্দিষ্ট সংস্থার ভ্যাকসিন কেন্দ্র থেকে নেবে, তাহলে সেটাই জারি থাকবে ওই রাজ্যের ক্ষেত্রে। একই কেন্দ্রে দুই ধরনের টিকা দেয়া যাবে না। তবে রাজ্য চাইলে দুটো সংস্থার ভ্যাকসিন নিতে পারবে কেন্দ্র থেকে। সে ক্ষেত্রে রাজ্যটিকে নির্দিষ্ট জেলা বা জোন ঠিক করতে হবে। যেই জোনে কোভিশিল্ডের টিকা প্রয়োগ করা হবে সেখানে দ্বিতীয় ডোজ হিসেবে ২৮ দিন পর কোভিশিল্ড নিতে হবে। সেই জোনে কোনভাবে কোভ্যাক্সিন দেয়া যাবে না। এখনও পর্যন্ত কোভিশিল্ডের ১ কোটি ১০ লাখ ডোজ এবং কোভ্যাক্সিনের ৫৫ লাখ ডোজ রাজ্যগুলোকে সরবরাহ করাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য।
×