ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ৫০ বছরেও ভোট দেয়ার স্বাধীনতা পায়নি জনগণ ॥ ফখরুল

প্রকাশিত: ২৩:৫২, ১৫ জানুয়ারি ২০২১

স্বাধীনতার ৫০ বছরেও ভোট দেয়ার স্বাধীনতা পায়নি জনগণ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা পায়নি। এখনও আমরা নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারি না, ভোট চুরি করে নিয়ে যায়। ‘নিজের ভোট নিজে দিব পছন্দের প্রার্থীকে দিব’ সেøাগানটি আগে থাকলে বর্তমানে ‘আমার ভোট আমি দিব, আপনার ভোটও আমি দিব’ রীতি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের রামনগর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচাওে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। দিনাজপুর পৌরসভার নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে এই প্রচারে সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক এমপি রেজিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে এই সরকারের সঙ্গে আমাদের লড়াই করতে হবে।
×