ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৮ প্রতারক ও দুই ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ জানুয়ারি ২০২১

রাজধানীতে ৮ প্রতারক ও দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুল ও বকশীবাজারে প্রতারণা এবং ডাকাতির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাফরুলে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অপরাধে আট প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কামরুজ্জামান (৪৫), রিয়াজ হোসেন (৩৫), রবিন মিয়া (২১), জামসেদ খান (১৯), শাহরিয়ার শেখ (২১), রিয়াদুল ইসলাম (১৮), কারুজ্জামান (১৭) ও মাহমুদুল আলম (২০)। এছাড়া চাকরি প্রার্থী ১৩ ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কাফরুল থানাধীন ‘এসবিএম ইন্টারন্যাশনাল টেকনোলজি’ নামে একটি কোম্পানিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। চাকরি দেয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অপরাধে ৮ প্রতারককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০টি চাকরির নিয়োগ ফরম, দুটি রেজিস্টার, একটি ল্যাপটপ, দুটি ফরম বই, দুটি সিল, ৩০০টি ভিজিটিং কার্ড, ১৪টি মোবাইল ও ১৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও চাকরিপ্রার্থী ১৩ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এদিকে একই সময় রাজধানীর বকশীবাজার এলাকায় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে রাকিব হোসেন ওরফে হৃদয় (২০) ও মোঃ এনামুল (২৩)। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল চকবাজার মডেল থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।
×