ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ২৩:১৩, ১৫ জানুয়ারি ২০২১

না’গঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবারক হোসেন (৪৫)সহ দুইজন এবং বাগেরহাটের কচুয়ায় বাসের ধাক্কায় হানিফ শেখ (২৬) নামে মোটরবাইক আরোহী এক ব্যবসায়ী নিহত হন। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টার। থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ভুলতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেনসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মর্তুজাবাদ এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে মোবারক হোসেন ও সোনাব এলাকার আব্দুল রহমানের ছেলে করিম মিয়া (৫০)। নিহত মোবারক হোসেনের ভাই মকবুল হোসেন ও প্রত্যক্ষদর্শী রাজানান, তার বড় ভাই মোবারক হোসেন ও করিম মিয়া একটি মোটরসাইকেলে করে সাওঘাট এলাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা এলাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮৪৩৬১) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনেই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন। মোবারক হোসেন ভুলতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়ায় বাসের ধাক্কায় হানিফ শেখ নামে মোটরসাইকল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালমাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা কামরুল ইসলাম গুরুতর আহত হন। কচুয়া বাজারের ব্যবসায়ী নিহত হানিফ শেখ কচুয়া উপজেলার উদানখারী গ্রামের হারেজ শেখের ছেলে।
×