ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়রের মৃত্যু

প্রকাশিত: ২৩:১১, ১৫ জানুয়ারি ২০২১

করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়রের মৃত্যু

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৪ জানুয়ারি ॥ সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার (৬০) আর নেই। তিনি করোনা আক্রান্তের পাশাপাশি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ ফুসফুসের সংক্রমনজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ঢাকায় স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমজাদ হোসেন সরকার একবার সংসদ সদস্য, টানা তিনবার পৌর মেয়র ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আজ শুক্রবার শহরের ১০নং ওয়ার্ডের পাটোয়ারী পাড়া এলাকায় মকবুল হোসেন ট্রাস্ট একাডেমি সংলগ্ন মাঠে বাদজুমা জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনসহ সকল রাজনৈতিক দল শোক প্রস্তাব এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
×