ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কয়লা চুরি

একদিন জেলে থেকেই জামিন পেলেন বড়পুকুরিয়ার ২২ কর্মকর্তা

প্রকাশিত: ২৩:০৮, ১৫ জানুয়ারি ২০২১

একদিন জেলে থেকেই জামিন পেলেন বড়পুকুরিয়ার ২২ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ একদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন ২শ’ ৪৩ কোটি ২৮ লাখ টাকার কয়লা চুরির অভিযোগে অভিযুক্ত বড়পুকুরিয়া কয়লা খনির ২২ কর্মকর্তা। তাদের মধ্যে খনির সাবেক ছয় ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) রয়েছেন। বৃহস্পতিবার সকালে তাদের জামিনের আদেশ হাতে পাওয়ার পর ২২ কর্মকর্তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় তাদের জামিনের জন্য আদেশ পেয়েছিলাম। জেল কোডের নীতিমালা অনুযায়ী সময় অতিবাহিত হওয়ার কারণে বৃহস্পতিবার সকালে তাদের মুক্তি দেয়া হয়েছে। বুধবার দুপুরে চার্জ গঠনের শুনানিতে হাজিরা দিতে ওই আসামিরা উপস্থিত হন দিনাজপুর স্পেশাল জজ আদালতে। তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাদের জামিন সংক্রান্ত একটি রিট উচ্চ আদালতে বিচারাধীন থাকার কথা উল্লেখ করে, আসামি পক্ষের আইনজীবী নুরুজ্জামান জাহানী সেই সংক্রান্ত কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। এরপর বিকেলে এক আদেশে তাদের জামিন দেন একই আদালত। সেই জামিন আদেশের কপি জেলা কারাগারে পাঠানো হয়। তবে নির্দিষ্ট সময়ের পরে সেই আদেশের কপি কারাগারে পৌঁছানোয়, বুধবার তাদের জামিনে মুক্তি দেয়নি কারাগার কর্তৃপক্ষ। আসামিপক্ষের আইনজীবী নুরুজ্জামান জাহানী জানান, ২২ কর্মকর্তার জামিনের নিষেধাজ্ঞা এনে সম্প্রতি রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে একটি রিট করেছে। সেই রিটের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেই অবস্থায় বুধবার ২২ জনের জামিন নামঞ্জুর করেন দিনাজপুর স্পেশাল জজ আদালত। পরে উচ্চ আদালতের বিচারাধীন রিটের কাগজপত্র স্পেশাল জজ আদালতে উপস্থাপন করা হলে, তাদের জামিন মঞ্জুর করেন একই আদালত।
×