ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬২ জনের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে

পিকে হালদারের এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা ফ্রিজ

প্রকাশিত: ২৩:০৫, ১৫ জানুয়ারি ২০২১

পিকে হালদারের এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা ফ্রিজ

স্টাফ রিপোর্টার ॥ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ৬২ সহযোগীর মাধ্যমে অর্থ পাচার করেছেন। তাই বিভিন্ন ব্যাংকে রাখা পি কে হালদারের এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দুদক সচিব বলেন, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফিন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পি কে হালদারের ইস্যুটা অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোটামুটি ৬২ জনের সঙ্গে তার যোগসূত্র পাওয়া গেছে। এসব তথ্য আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতারের প্রসঙ্গে তিনি বলেন, পি কে হালদারের সংশ্লিষ্টতায় একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হয়তো পরে জানা যাবে পি কে হালদারের সহযোগিতায় তার কী পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। এর আগে পি কে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধানের কথা জানায় দুদক। গত ২০ ডিসেম্বর দুদকের আইনজীবী মোঃ খুরশীদ আলম খান বলেন, পি কে হালদারের এসব গার্লফ্রেন্ডের এ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। এর আগে মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৪ জানুয়ারি পি কে হালদারের আরেক ঘনিষ্ঠ সহযোগী শংখ ব্যাপারীকে গ্রেফতার করা হয়।
×