ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একই পরিচালকের দুই নাটকে আজমেরী আশা

প্রকাশিত: ২২:০৩, ১৫ জানুয়ারি ২০২১

একই পরিচালকের দুই নাটকে আজমেরী আশা

আজমেরী আশা, ২০১২ সালের ভিট তারকাদের একজন। সেই সময়ে তিনি এই রিয়েলিটি শো’তে প্রথম রানার্সআপ হয়েছিলেন। কিন্তু তার সময়কালে যারা অভিনয়ে কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তাদের কেউই এখন আর নিয়মিত কাজ করছেন না। তাদের মধ্যে একমাত্র আজমেরী আশা’ই অভিনয়ে নিজের মেধা এবং একাগ্রতা দিয়ে কাজ করে যাচ্ছেন। গেল বছরের শেষপ্রান্তেও তিনি একটি নাটকের কাজ করেছেন। যাতে তার সহশিল্পী ছিলেন মুক্তি জাকারিয়া। নতুন বছরে তার কাজের শুরুটা হলো গতকাল। গতকাল তিনি এই সময়ের তরুণ মেধাবী নাট্যনির্মাতা বর্ণনাথের পরিচালনায় ‘পাগল হমু ক্যামতে’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে নতুন বছরের কাজ শুরু করেছেন। এই নাটকে তিনি অভিনয় করছেন ইমি চরিত্রে। একই পরিচালকের পরিচালনায় টানা তিনদিন তিনি দুটি নাটকের কাজ করবেন। আরেকটি নাটকের নাম ‘ছোট ভাইয়ের বউ’। এই নাটকে তিনি অভিনয় করবেন পাখি চরিত্রে। দুটি নাটকই রচনা করেছেন রুবেল স্বাধীন বর্ণ। দুটি নাটকেই আশাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বর্ণনাথ বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল আশাকে নিয়ে নাটক নির্মাণের। কিন্তু গল্পে তার সঙ্গে মানায় এমন চরিত্রে কাজ করা হয়ে উঠছিল না। কিন্তু এখন যে দুটি নাটক নির্মাণ করছি দুটি নাটকের দুটি চরিত্রেই আশা বেশ মানানসই। যে কারণে তাকে নিয়ে কাজ করছি। আশা করছি দুটি নাটকে আশা তার মেধা দিয়ে দুটি চরিত্র ফুটিয়ে তুলবেন।’ দুটি নাটকে কাজ করা প্রসঙ্গে আজমেরী আশা বলেন, ‘বর্ণনাথ দাদার নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। দুটি নাটকের গল্প এবং আমার চরিত্র ভীষণ ভাল লেগেছে। আর আমি শুরু থেকেই খুব বেছে বেছে কাজ করি। এই দুটি নাটকে সেই ধারাবাহিকতাতেই কাজ করা।
×