ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনেমার টাইটেল সং-এ কণা-বেলাল

প্রকাশিত: ২২:০৩, ১৫ জানুয়ারি ২০২১

সিনেমার টাইটেল সং-এ কণা-বেলাল

নতুন বছরের শুরুতেই একসঙ্গে একটি সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিলেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীতশিল্পী বেলাল খান। কমল সরকার পরিচালিত ‘দুইজনে দুইজন’ সিনেমার টাইটেল সং ‘দুইজনে দুইজন’ গানে কণ্ঠ দিয়েছেন কণা-বেলাল। গানটি লিখেছেন সিনেমারই পরিচালক কমল সরকার। গানটির সুর সঙ্গীত করেছেন এ রহমান বাবলু। মেলোডি ঘরানার রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কণা বলেন, ‘অনেকদিন পর বেলাল খানের সঙ্গে কোন সিনেমাতে গান গাইলাম। দুইজনে দুইজন গানটি বেশ মেলোডি একটি গান। গানের কথা এবং সুর সঙ্গীত আমার কাছে ভীষণ ভাল লেগেছে, যে কারণে গাইতেও ভীষণ ভাল লেগেছে। কিছু গান গাইতে গাইতে মনে গেঁথে যায়, এটা ঠিক তেমনি একটি গান হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে গানটি শ্রোতা দর্শকের ভাল লাগবে।’ বেলাল খান বলেন, ‘নতুন বছরের শুরুটাই চমৎকার একটি গান গাওয়ার মধ্যদিয়ে শুরু হলো, এজন্য শুকরিয়া। কণা’র সঙ্গে নতুন বছরের শুরুতেই প্লে-ব্যাক করেও ভাল লেগেছে। গানের কথা খুব সহজ সরল, কিন্তু চমৎকার। কিছু গানের কথা থাকে একবার শুনলেই মনে গেঁথে যায়, গানের কথা এমনই। সুরও যেন আমার কাছে মনে হলো সাধারণ কিন্তু বারবার কানে বাজার মতো সুর হয়েছে। আমি আর কণা খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। রেকর্ডিং-এর সময় সিনেমার পরিচালকসহ অনেকেই উপস্থিত ছিলেন। সবাই গানটি নিয়ে খুব আশাবাদী। দেখা যাক সিনেমাটি রিলিজের পর কী হয়।’ কণা ও বেলাল খান সর্বশেষ ‘সোনারচাঁন’ সিনেমায় একসঙ্গে প্লে-ব্যাক করেন। বেলাল খানের সুরে কণাার গাওয়া প্রথম গান ছিল ‘কাগজের নাও’। এই গানের লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছিল সঙ্গীতা’র ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন সোমেশ^র অলি। সঙ্গীতায়োজন করেছিলেন এফ এ সুমন।
×