ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বপ্রাচীন গুহাচিত্র

প্রকাশিত: ২১:৪৮, ১৫ জানুয়ারি ২০২১

সর্বপ্রাচীন গুহাচিত্র

ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৫ হাজার ৫ শ’ বছর আগে অঁাঁকা একটি বন্য শূকরের গুহাচিত্র আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। চিত্রটিকে বলা হচ্ছে, বিশ্বের প্রাচীনতম গুহা চিত্র। বুধবার সায়েন্স এ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এই তথ্যের মাধ্যমে এই অঞ্চলে আদি মানব বসতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম অবার্ট বলেন, ২০১৭ সালে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে এক সমীক্ষায় কাজ করার সময় চিত্রকর্মটি সুলাওসি দ্বীপে ডক্টরাল ছাত্র বসরান বুরহান পেয়েছিলেন। -বিবিসি
×