ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে চীন

প্রকাশিত: ২১:৪৩, ১৫ জানুয়ারি ২০২১

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে চীন

মিয়ানমারের জাতিগত সংঘাত নিরসনে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে প্রেসিডেন্ট উইন মিন্ট এবং দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচির সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় চীন। এজন্য রোহিঙ্গা ইস্যুতে বেজিং দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে বেজিং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে মিয়ানমার সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।- নিক্কেই এশিয়া
×