ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বৈরাচার হটাতে রাজপথে পপ গায়ক

প্রকাশিত: ২১:৪৩, ১৫ জানুয়ারি ২০২১

স্বৈরাচার হটাতে রাজপথে পপ গায়ক

উগান্ডার নির্বাচনে স্বৈরাচারী প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির বিরুদ্ধে লড়ছেন এক তরুণ পপ গায়ক। গত কয়েক বছর ধরে দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ৩৮ বছর বয়সী গায়ক ববি ওয়াইন রাজপথে রয়েছেন। তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তিনি। গ্রাম ও শহরের সুবিধাবঞ্চিত এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছেন ববি। অপরদিকে ৩৩ বছর ক্ষমতা আঁকড়ে থাকা ৭৫ বছর বয়সী মুসেভেনি ষষ্ঠবারের মতো নির্বাচন করছেন। ববি ওয়েনকে নানাভাবে নির্বাচনের পথ থেকে সরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। হামলা ও মামলা মোকাবেলা করে এই নির্বাচনে অংশ নিচ্ছেন ববি। খবর আলজাজিরা অনলাইনের। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের ফল জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। করোনা মহামারীর মধ্যে রক্তাক্ত সংঘর্ষের মধ্য দিয়ে প্রচার চলে। এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ মারা গেছে। গ্রেফতারের শিকার হন ববি ওয়াইনসহ বিরোধী অনেক নেতা-কর্মী। রাজধানী কামপালাসহ অনেক জেলায় প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
×