ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নিউটনের ৫শ’ বছর আগে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন ভাস্করাচার্য’!

প্রকাশিত: ২১:৪২, ১৫ জানুয়ারি ২০২১

‘নিউটনের ৫শ’ বছর আগে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন ভাস্করাচার্য’!

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দাবি করেছেন, বিজ্ঞানী আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের ৫শ’ বছর আগে নেপালী বিজ্ঞানী ভাস্করাচার্য এ সংক্রান্ত তত্ত্ব আবিষ্কার করেছিলেন। সর্বকালের অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। ষোড়শ শতাব্দীর শেষদিকে তিনিই প্রথম পূর্ণাঙ্গরূপে মাধ্যাকর্ষণ শক্তির ধারণাটি সামনে আনেন। তবে কে পি শর্মা ওলির দাবি, ভাস্করাচার্যের সূত্র ধরেই পরবর্তীতে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন। স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাতকারে নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি বলেন, ১১৫০ খ্রিস্টাব্দে ভাস্করাচার্য মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব আবিষ্কার করেন। খবর ওয়েবসাইটের। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, আমি শুধু নেপালের গৌরবময় অতীত বা নেপালীদের ঐতিহ্যের বিষয়ে কথা বলছি না। কিন্তু এটা সত্যি যে মাধ্যাকর্ষণ শক্তির ক্ষেত্রে অবদান রেখে গেছেন ভাস্করাচার্য। ১২১০ সালে ভাস্করাচার্যের বই প্রকাশ হয়। তারও ৫ শ’ বছর পর নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন।
×