ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে রিক্সা চলাচল নিয়ে ব্যবসায়ী ও মেয়র মুখোমুখি

প্রকাশিত: ২১:২৮, ১৫ জানুয়ারি ২০২১

সিলেটে রিক্সা চলাচল নিয়ে ব্যবসায়ী ও মেয়র মুখোমুখি

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের গুরুত্বপূর্ণ বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিক্সা চলাচল ইস্যুতে ব্যবসায়ী ও মেয়র মুখোমুখি। রিক্সা চলাচল নিয়ে ব্যবসায়ীরা মেয়রকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন। এই সড়কে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সিসিক। গত ১ জানুয়ারি থেকে এসকল সড়ক দিয়ে যাতে কোন ধরনের রিক্সা চলাচল না করে সেজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করে যাচ্ছে সিসিকের কর্মচারীরা। রিক্সা চলাচল না করায় সিলেটের বিপণি বিতানগুলো হয়ে পড়ে ক্রেতা শূন্য। ক্রেতার রিক্সা সুবিধা না পাওয়ায় এই পথে চলাচল করছেন না বলে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। এসময় তারা নগরীতে রিক্সা চলাচলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সম্প্রতি রিক্সা চলাচলের দাবি জানিয়ে ব্যবসায়ীদের একাধিক সংগঠন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে লিখিতভাবে অনুরোধ করেন। অনুরোধ জানানোর পরেও মেয়ের বিষয়টি সমাধান না করায় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে নামেন। সিলেট মহানগর ব্যবসায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, মেয়রকে আমরা বারবার অনুরোধ করেছি রিক্সা চলাচলের দাবি জানিয়ে। কিন্তু তিনি আমাদের কথা শুনেননি। বরং আরও কঠোর হয়েছেন। ৭২ ঘণ্টা সময়ের মধ্যে সিসিকের মেয়র নগরীতে রিক্সা চলাচল না করতে দিলে আমরা কঠোর কর্মসূচী ঘোষণা করব।
×