ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বানিয়াচংয়ে যাত্রীদের টাকা-মোবাইল লুট

প্রকাশিত: ২১:১১, ১৪ জানুয়ারি ২০২১

বানিয়াচংয়ে যাত্রীদের টাকা-মোবাইল লুট

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কানি ঝিংড়ী এলাকায় তিনটি গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে থাকা টাকা ও কয়েকটি মোবাইল নিয়ে গেছেন ডাকাতদলের সদস্যরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া। বানিয়াচং উপজেলার সাগরদিঘীর দক্ষিণপাড়ের বাসিন্দা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালক মন্নরউদ্দিন জানান, এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি চারজন যাত্রী নিয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কানি ঝিংড়ী এলাকায় পৌঁছান। তখন দেশীয় অস্ত্রধারী আট থেকে দশজন মানুষ গধিরোধ করে তাদের মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া মন্নর উদ্দিনের সঙ্গে থাকা ৬০০ টাকা ও একটি মোবাইলও নিয়ে যায় অস্ত্রধারী ডাকাতদল। এরপর ডাকাতরা আরও একটি ব্যাটারিচালিত টমটম এবং ট্রাক্টর আটকিয়ে লোকজনদের বেঁধে মারধর করে এবং তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। এদের মধ্য থেকে একজন দৌড়ে গিয়ে লোকালয়ে চিৎকার দিলে ডাকাতদল পালিয়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে বানিয়াচং বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া জানান, ডাকাতরা যাত্রীদের মারধর করেছে এবং তাদের জিনিসপত্র লুটে নিয়েছে। তিনি এ ঘটনা বানিয়াচং থানায় অবগত করলে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ডাকাতির ঘটনা ঘটেনি। এ ধরণের ঘটনা ঘটলে আমরা জানতাম।
×